শিক্ষার্থীদের প্রত্যাশায় কেমন হবে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য?

ববি
  © সংগৃৃহীত

ছাত্রজনতার গনঅভ্যুত্থানে স্বৈরাচারী শেখা হাসিনা সরকারের পদত্যাগের পর দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্যদের পদত্যাগের হিড়িক পরে যায়। এরই পরিপ্রেক্ষিতে , গত ২০ আগস্ট বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন, যার নেতৃত্বে প্রতিষ্ঠানের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয়। একজন দক্ষ ও যোগ্য উপাচার্যের নেতৃত্বে একটি বিশ্ববিদ্যালয় সঠিক দিকনির্দেশনা পায় এবং শিক্ষার মানোন্নয়ন, গবেষণার সম্প্রসারণ ও শিক্ষার্থীদের সুষ্ঠু বিকাশ নিশ্চিত হয়। ইতিমধ্যে দেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ হলেও বরিশাল বিশ্ববিদ্যালয়ে এখনো নিয়োগ পায়নি কেউ। সাময়িক সময়ের জন্য বিশ্ববিদ্যালয়ের আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব পরিচালনার পেয়েছেন অধ্যাপক ড. মোঃ মুহসিন উদ্দীন। এ নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘ হচ্ছে তাদের পরবর্তী উপাচার্য নিয়ে আলোচনা। কেমন উপাচার্য চান ববি শিক্ষার্থীরা, এ নিয়ে কয়েকজন শিক্ষার্থীদের মতামত তুলে ধরা হলো।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ সাব্বির হোসেন বলেন, ছাত্র-জনতার অভ্যুন্থানে স্বৈরশাসক পতনের মাধ্যমে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পাই।এই নতুন স্বাধীন বাংলাদেশ একজন সাধারন শিক্ষার্থী হিসেবে  আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয়ে  এমন একজন ভিসি চাই যিনি হবেন উচ্চ গবেষণাধারী একজন অধ্যাপক ও শিক্ষক।তিনি হবেন আমাদের সকল সাধারন শিক্ষার্থীদের। তিনি কোনো দলের নয়,মতের নয় এবং একক কোনো গোষ্ঠীর নন তিনি হবেন সার্বজনীন। তিনি আমাদের শিক্ষার্থীদের সকল ধরনের যৌক্তিক কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করবেন। এবং একাডেমিক, আবাসিক সহ সকল সংকট দূরীকরণের জন্য কাজ করবেন।

আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব্যবস্থার মান যাতে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে পারেন তার জন যে যে পদক্ষেপ গ্রহণ করার দরকার তা তাঁকে করতে হবে। যাতে দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম হয় এবং আমাদের বিশ্ববিদ্যালয় তাঁর সময়ে গৌরবগাঁথা ইতিহাস রচিত হয়।একজন সাধারন শিক্ষার্থী হিসেবে এমনটাই প্রত্যাশা করছি।

গণিত বিভাগ ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ ফয়সাল, বিগত বছর গুলোতে আমরা দেখেছি বরিশাল বিশ্ববিদ্যালয়ে যেসব ভিসিরা আসতেন, তারা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা, গবেষণা, শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার সুষ্ঠু পরিবেশ ও একাডেমিক অবকাঠামো উন্নয়ন ব্যতীরে নিজেদের উন্নয়নে ব্যস্ত থাকতেন।  তারা ছিলেন রাজনৈতিক মদদপুষ্ট, রাজনৈতিক ভাবে তাদের নিয়োগ হতো,তাই তারা বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে দায়বদ্ধ ছিলেন না। আগের ভিসিরা শুধু আমাদের বিভিন্ন কাজের আশ্বাস দিয়ে যেতেন কিন্তু তাদের দেওয়া আশ্বাস বাস্তবে রূপ দিয়ে যেতে পারেননি। যা আমরা শিক্ষার্থী হিসেবে আশা করি না। আমরা চাই এমন একজন ভিসি যিনি একই সাথে বিদেশী বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ ডিগ্রীধারী পাশাপাশি  সৎ, যোগ্য ও প্রশাসনিক দক্ষতা সম্পূর্ণ শিক্ষার্থীবান্ধব হবেন।  যার কাছে গিয়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সকল সমস্যার সমাধান খুঁজে পাবেন!

বাংলা বিভাগে ২০২০-২১ শিক্ষাবর্ষ মোঃ ইউসুফ আলম বলেন, আমরা এমন একজন ভিসি চাই যিনি কোনো রাজনৈতিক দলের লেজুরবৃত্তি করবেন না; বিশ্ববিদ্যালেয়ে কোন রাজনৈতিক দলের এজেন্ডা  বাস্তবায়ন করবে না।যিনি রাজনৈতিক প্রভাব মুক্ত থেকে নৈতিকতার মান বজায় রেখে কাজ করবেন।

আমাদের বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার মান বৃদ্ধি ও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে। শিক্ষক ও কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে নিজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অগ্রাধিকার দিবে। যিনি কোন স্বজন প্রীতি দুর্নীতি করবেন না, দুর্নীতিকে প্রশ্রয়ও দিবেন না এবং সবকিছুতেই স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করবেন। ভিসি হবে এমন যিনি দলের ঊর্ধ্বে উঠে সৎ যোগ্য মানুষকে যথাস্থানে নিয়োগ দিবেন। নতুন ভিসির কাছে এই আমাদের প্রত্যাশা।

পদার্থবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইলিয়াস হোসেন আবিদ বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় দক্ষিণ বঙ্গের একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়।আমরা এমন একজন উপাচার্য চাই যিনি মানুষ হিসেবে হবেন একজন সত্যিকারের দেশ প্রেমিক, এবং প্রগতিশীল চিন্তা ধারার মানুষ,যিনি বরিশাল বিশ্ববিদ্যালয়কে শিক্ষা এবং গবেষণার এক আয়নাঘরে রুপান্তরিত করবেন। যেই গবেষণা দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিফলিত করতে পারে।

গতানুগতিক ধারার শিক্ষা ব্যবস্থা এবং লেজুড়বৃত্তিক রাজনৈতিক কর্মকান্ডকে নির্মূল করে শিক্ষার্থীদের সুষ্ঠু রাজনীতি শেখার এবং আন্তর্জাতিক মানের রাজনীতিবিদ তৈরি করার জন্য সুন্দর গঠনতন্ত্র মূলক একটি ছাত্র সংসদ উপহার দিবেন। সর্বপোরি  বরিশাল বিশ্ববিদ্যালয় হবে সারা দেশের এমনকি পুরো পৃথিবীর একটি আস্থার জায়গা।