দুর্নীতি মুক্ত ভিসি নিয়োগের দাবিতে ইবিতে মিছিল ও ছাত্র সমাবেশ

ইবি
  © টিবিএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দ্রুততম সময়ের মধ্যে দুর্নীতিমুক্ত, ক্লিন ইমেজ ও সংস্কারমনা ভিসি নিয়োগের দাবিতে মিছিল ও ছাত্র সমাবেশ করেছে শিক্ষার্থীরা। শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ছাত্র সমাবেশ করেন তারা। এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রধান ফটকের সামনে এসে মিলিত হয়।

এসময় শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকেই আমরা যে ১৩জন উপাচার্য পেয়েছি তারা কোনো না কোনোভাবে লেজুড়বৃত্তিক রাজনীতির সাথে যুক্ত ছিলেন। এতে দেখা যায় তারা অনিয়ম-দুর্নীতির মহা সুযোগ পেয়ে বিশ্ববিদ্যালয়কে কলঙ্কিত করেছে। ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে আমরা দুর্নীতিগ্রস্ত ভিসির পুনরাবৃত্তি চাই না। আমরা এমন ভিসি চাই না যার অডিও ফাঁস হয়ে বিশ্ববিদ্যালয়ের মর্যাদাকে ক্ষুন্ন করে, রাতে মেয়েদের হলের সামনে গিয়ে মাতলামি করে, দিনে সুশীল সেজে রাতে অবৈধ কাজে লিপ্ত থাকে। এছাড়া নির্দিষ্ট দলের এজেন্ডা বাস্তবায়নকারী কোন শিক্ষককে ভিসি হিসেবে নিয়োগ দিলে সাধারণ শিক্ষার্থীরা তাকে অবাঞ্ছিত ঘোষণা করবে। আমরা নিরপেক্ষ, সংস্কারমনা, শিক্ষার্থীবান্ধব উপাচার্য নিয়োগের জোরালো দাবি জানাই।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক এস এম সুইট বলেন, আমরা পূর্বে দেখেছি ভিসি নিয়োগের পর তারা বাণিজ্যিক ক্যাম্পাস উপহার দিয়েছিল। ক্যাম্পাস বাণিজ্যের কোন কারখানা নয়, বিশ্ববিদ্যালয় জ্ঞান চর্চার জায়গা। আমরা এমন একজন ভিসি চাই যিনি হবেন শিক্ষার্থীবান্ধব। শিক্ষার্থীদের হৃৎস্পন্দন বুঝে তিনি কাজ করবেন। কোন দুর্নীতির সঙ্গে তার নূন্যতম কোন যোগসূত্র থাকবে না। যিনি হবেন ক্লিন ইমেজের অধিকারী এবং সর্বমহলে স্বীকৃত। 

প্রসঙ্গত, ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগের দৌড়ে এগিয়ে থাকা ৭ জন শিক্ষকের নাম গণমাধ্যমে এসেছে। এদের মধ্যে বেশকয়েকজনের বিষয়ে দুর্নীতি, অনিয়ম ও নারী কেলেঙ্কারীসহ বিভিন্ন বিষয়ে অভিযোগ রয়েছে। ফলে যাচাই বাছাই করে ক্লিন ইমেজ, সংস্কারমনা, সৎ ও যোগ্য ব্যক্তিকে ভিসি নিয়োগদানের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানায় শিক্ষার্থীরা।