পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী উপলক্ষে ববিতে আলোচনা ও দোয়া মোনাজাত
- ববি প্রতিনিধিঃ
- প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৭ PM , আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২৬ PM
পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) আগামী সোমবার (১৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে আলোচনা ও দোয়া-মোনাজাতের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
রবিবার (১৫ সেপ্টেম্বর) কর্তৃপক্ষের নির্দেশক্রমে রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ (ভারপ্রাপ্ত) ও সহকারী রেজিস্ট্রার জিনিয়া খান ঝিনুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল সম্মানিত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীকে অবহিত করা যাচ্ছে যে, পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী উপলক্ষে আগামীকাল ১৬ সেপ্টেম্বর ২০২৪ তারিখ সোমবার বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে আলোচনা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হবে। উক্ত আলোচনা ও দোয়া-মোনাজাতে আগ্রহী সকলকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হলো।