বৈধ সিটের দাবিতে ঢাবি উপাচার্যের বাসভবনের সামনে শিক্ষার্থীদের মৌন মানববন্ধন
- ঢাবি প্রতিনিধি;
- প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১৭ PM , আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩১ PM
বৃষ্টির মধ্যেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শতভাগ আবাসিকীকরণ ও প্রথম বর্ষ থেকে বৈধ সিটের দাবিতে মৌন মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের একদল নারী শিক্ষার্থী। এসময় চলমান সিট সংকট নিরসনে স্বল্প ও দীর্ঘ মেয়াদি পদ্ধতির চালুর প্রস্তাব জানান তারা।
রবিবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে আয়োজিত এ মানববন্ধনে এ প্রস্তাব দেন শিক্ষার্থীরা।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, আমরা আমাদের যৌক্তিক দাবিতে আন্দোলন করছি। এ পর্যন্ত বেশ কয়েকবার উপাচার্য স্যারের সঙ্গে দেখা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বারবার শুধু আমাদের মিথ্যা আশ্বাস দিয়ে দমানোর চেষ্টা করছেন। খুব দ্রুতই আমাদের ক্লাস শুরু হতে যাচ্ছে। কিন্তু আমাদের দাবি মেনে নেওয়া হচ্ছেনা। আমরা জানি সিট সংকট রয়েছে,কিন্তু চলমান বাস্তবতায় একটি নিম্নবিত্ত পরিবার থেকে আসা শিক্ষার্থীদেরও বাইরে থাকা পসিবল না। এজন্য সংকট সমাধানে জরুরি ভিত্তিতে একটি সমাধান আসা উচিত।
চলমান সিট সংকট নিরসনে দুটি পদ্ধতি চালুর প্রস্তাব উল্লেখ করে শিক্ষার্থীরা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী এবং পুরুষ উভয়ই মেধার ভিত্তিতে চান্স পায়। কিন্তু নারীদের জন্য হলের সংখ্যা ৫ টি আর পুরুষদের জন্য হলের সংখ্যা ১২ টি। এর মাধ্যমে বুঝতে পারি নারী শিক্ষার্থীদের আবাসন নিয়ে প্রশাসন কতটা উদাসীন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন চাইলেই এই মুহূর্তে আবাসন সংকট সমাধান করতে পারে। এক্ষেত্রে তারা শর্ট-টার্ম এবং লং-টার্ম পদ্ধতি ব্যবহার করতে পারে। শর্ট-টার্মে আপাতত ভবন ভাড়া এবং লং-টার্মে নতুন হল নির্মাণ করতে পারেন।