রাবি অধ্যাপকের রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবারের প্রতি খোলা চিঠি

রাবি
অধ্যাপক ড. মো. আদিল (নৃবিজ্ঞান বিভাগ) রাবি  © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সদ্য উপাচার্য, হল প্রভোস্ট, বিভাগীয় প্রধান, সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট সদস্যদের উদ্দেশ্য বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আদিল হাসান চৌধুরী এক খোলা চিঠি দিয়েছেন।

শনিবার রাতে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ খোলা চিঠি পোস্ট করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবারের প্রতি লেখা এই খোলা চিঠিতে তিনি উল্লেখ করেন, আসসালামু আলাইকুম। আমি ড. মো: আদিল হাসান চৌধুরী, প্রফেসর, নৃবিজ্ঞান বিভাগ রাবি। আপনারা জানেন যে খুব শীঘ্রই প্রথম বর্ষের ক্লাস শুরু হতে যাচ্ছে (সম্ভবত ২২ তারিখ )। আমাদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের যে প্রথাগত সিট বরাদ্দ প্রক্রিয়া সেটা বরাবরই আমার কাছে অযৌক্তিক মনে হয়। কলেজ পেরিয়ে আসা ছোট ছোট ছেলেমেয়েরা বিশ্ববিদ্যালয়ে পড়তে আসবে, থাকতে হবে বাইরে বিভিন্ন মেসে অথবা হোস্টেলে। যাদের অধিকাংশই এই শহরে নতুন তাদের কাছে অনেকেরই হয়তো প্রথম অভিজ্ঞতা হবে বাড়ির বাইরে থাকার। বিশেষত মেয়েদের জন্য এটাতো অবশ্যই টেনশনের বিষয়। এরা সিট পাওয়া শুরু করবে দেড় দুই বছর পরে যখন তাদের কাছে এই শহর মোটামুটি পরিচিতি পেয়ে যাবে। যখন তাদের কাছে বিশ্ববিদ্যালয় এর আবাসিক হলে একটা সীট সবচেয়ে বেশি প্রয়োজন, সেই সময়টাতেই তারা সীট পাবেনা। 

এখন হল সমুহে যে সীটগুলো ফাকা আছে সেগুলো যদি নবাগত শিক্ষার্থীদের দেওয়া যেত তাহলে খুব ভালো হতো। এরা নিরাপদে শিক্ষা জীবন শুরু করতে পারত।

তাহলে সীট ব্যাবস্থাপনা কিভাবে হবে? সেটাইতো চিন্তা? আমি দেশের আবাসিক বিশ্ববিদ্যালয় অর্থাৎ জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, প্রথম দিনই আমি হলে নিজের সীটে থেকে ক্লাস শুরুর স্বাদ আস্বাদন করার সুযোগ পেয়েছি।