জবি থেকে ভিসি নিয়োগ পেতে দেয়াল লিখন কর্মসূচি 

জবি
  © টিবিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষকদের মধ্য থেকেই উপাচার্য নিয়োগের দাবিতে বিশ্ববিদ্যালয়ে দেয়াল লিখন কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণের বিভিন্ন ভবনে দেয়াল লিখন কর্মসূচিতে শিক্ষার্থীরা অংশ গ্রহণ কর্রিত বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবন থেকে শুরু করে বেশ কিছু জায়গায় দেয়াল লিখন করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। এছাড়া শিক্ষক-শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে দাবি আদায়ে অবস্থান করে বক্তৃতা প্রদান করেন।

দেয়াল লিখন কর্মসূচিতে নানা দাবি সম্মিলিত বাক্য রং তুলির আঁচড়ে ফুটিয়ে তোলার চেষ্টা করেন শিক্ষার্থীরা। এর মধ্যে কিছু বাক্য ছিল '১৯ বছরের বঞ্চনা বাইরের ভিসি মানব না,' 'শাসক নয় অভিভাবক চাই,' 'দাবি মোদের একটাই জবি থেকে ভিসি চাই।' দেয়াল লিখন নিয়ে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী জানান,  'দেয়াল লিখন আন্দোলনের একটি মাধ্যম। আমরা সকল দিক দিয়ে চেষ্টা চালিয়ে যাব আমাদের দাবি আদায় হ‌ওয়ার লক্ষ্যে। তার‌ই অংশ হিসেবে আমরা এই কর্মসূচিতে অংশ নিয়েছি।'

এনিয়ে সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসাইন বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণের মধ্য থেকে উপাচার্য নিয়োগের দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজকে ক্যাম্পাসে দেয়াল লিখন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় পরিবারের প্রাণের দাবিকে দেয়াল লিখনের মাধ্যমে প্রকাশ ঘটানো হয়েছে। এই কর্মসূচিতে ব্যাপক সাড়া পড়েছে। তবে অতি বৃষ্টির কারণে আজ অনেকে অংশ নিতে পারেনি। উপাচার্য নিয়োগে বিলম্ব হলে দেয়াল লিখন কর্মসূচি পূনরায় পালন করা হবে। আশাকরি সরকার আমাদের দাবি মেনে নিবে। অনতিবিলম্ব জবি থেকে একজন যোগ্য, সৎ ও দক্ষ শিক্ষককে উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হবে।'

উল্লেখ্য যে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসাইন এর সমন্বয়ে পরিচালিত এই আন্দোলন মাসব্যাপী চলে আসছে। এর‌ই মধ্যে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি শিক্ষা সচিবের সাথে দেখা করলে চলতি সপ্তাহেই ভিসি নিয়োগ হবে বলে আস্বস্ত করছেন।