পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ

 সোহরাওয়ার্দী কলেজ
  © টিবিএম

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ সোমবার ১২ রবিউল আউয়াল। ৫৭০ সালের এই দিনে মানব জাতির জন্য রহমত হিসেবে প্রেরিত মহানবী হযরত মুহাম্মদ (সা.) আরবের মক্কা নগরীর সভ্রান্ত কুরাইশ বংশে মা আমিনার কোল আলোকিত করে জন্মগ্রহণ করেছিলেন।

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (সা:) ২০২৪ উদযাপন, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) কলেজের শহীদ হাসান মেহেদী অডিটোরিয়ামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) ২০২৪ উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক মো: আবদুল কাদের মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ অধ্যাপক ড. কাকলী মুখোপাধ্যায় এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধক্ষ অধ্যাপক ফরিদা ইয়াসমিন, অধ্যাপক মোঃ মোতালেব হোসেন, সম্পাদনা অফিসার্স কাউন্সিল।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ অধ্যাপক ড. কাকুলী মুখোপাধ্যায় বলেন, আজ থেকে দেড় হাজার বছর আগে পৃথিবীর মানুষ যখন পাপের সাগরে হাবুডুবু খাচ্ছিল সর্বত্র বিরাজ করছিল অন্যায় অত্যাচার মানুষ যখন সৃষ্টিকর্তাকে ভুলে গিয়ে অসংখ্য দেবদেবীর পূজায় লিপ্ত হয়ে শির্কে জড়িয়ে পড়েছিল জাহিলয়াতের নিকোষকালো আধারে যখন ছেঁয়ে ছিল সমগ্র আরব বিশ্ব ঠিক তখন পথভ্রষ্ট মানুষগুলোকে হেদায়েতের জন্য আল্লাহ তায়ালা আলোর মশাল হাতে পাঠালেন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ মানব রাসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি এসেছিলেন রিসালাতের বার্তা বাহক হয়ে, বিশ্ব শান্তির  অগ্রদূত মানবতার মুক্তির দিশারী হয়ে। তিনি মক্কার একটি অসভ্য বর্বর জাতিকে তার উত্তম উত্তম আদর্শ দিয়ে পৃথিবীর বুকে শ্রেষ্ঠ জাতিতে পরিণত করেছিল। তাই আমরাও যদি তার আদর্শ, সুন্নাহ অনুসরণ করি তাহলে আমরাও একটি শান্তি, সুশৃংখল, সুখী ও সমৃদ্ধশালী একটি দেশ গড়ে তুলতে পারবো। 

আলোচনা সভা শেষে পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে আগত প্রধান অতিথি বিশেষ অতিথি মহোদয়গ। কুইজ প্রতিযোগিতায় নাতে রাসুল বিভাগে ১ম স্থান অর্জন করেন আবদুল্লাহ আল কাফি, ২য় স্থান আল ইমরান এবং ৩য় স্থান অর্জন করেন সায়মা আক্তার। এছাড়াও হযরত মুহাম্মদ (সঃ) এ-র জীবনীর উপর কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদরে মাঝে পুরষ্কার তুলে দেওয়া হয়। পুরষ্কার বিতরণী অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সভাপতি  আবদুল কাদের মিয়া।