বন্যার্তদের জন্য জাবি অফিসার সমিতির ছয় লাখ টাকার চেক হস্তান্তর
- জাবি প্রতিনিধি;
- প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৯ PM , আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৯ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) অফিসার সমিতি দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় একদিনের বেতনের সমপরিমাণ ৬ লাখ ১৬ হাজার ১৭০ টাকার চেক প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে হস্তান্তর করেছে। আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে এগারোটায় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের হাতে অফিসার সমিতির নেতৃবৃন্দ অনুদানের এই চেক হস্তান্তর করেন। উপাচার্য অফিসের কনফারেন্স কক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই চেক হস্তান্তর করা হয়।
চেক হস্তান্তর অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, আমি একটি বিশেষ সময়ে উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি। এই সময়ে গুরুত্বপূর্ণ সংস্কার ও নিজেদেরকে সংশোধন করা সম্ভব, যা সাধারণ পরিস্থিতিতে করা সহজ নয়। তিনি জানান, এই বিশেষ সময়ের সুবিধা ভোগ করতে দল, মত ও সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে একসাথে কাজ করতে হবে।
তিনি আরোও বলেন, দেশের শিক্ষার্থীসহ সকল পর্যায়ের মানুষের ত্যাগের কারণে আমরা এই সংস্কার ও সংশোধনের সুযোগ পেয়েছি। তাদের এই চেষ্টা ও ত্যাগের জন্যই আমাদের বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়তে কাজ করতে হবে। নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালন করার জন্য তিনি অফিসার সমিতির সকল সদস্যের প্রতি আহ্বান জানান।
এছাড়াও তিনি বলেন, অর্থ ও ক্ষমতা কাউকে সম্মানিত করে না এবং সম্মান টিকিয়েও রাখতে পারে না, সঠিক কর্মই তা পারে। উপাচার্য যেকোনো ক্ষেত্রে অহংকার পরিহার করতে বলেন। তিনি বলেন, কারোরই ক্ষমতা চিরস্থায়ী নয়। অর্থ ও ক্ষমতা এমনকি ইবাদতের অহংকারও করা উচিত না।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অফিসার সমিতি এসময় উপাচার্যের কাছে বিভিন্ন দাবি তুলে ধরেন। এসময় অফিসার সমিতির সভাপতি মো. আঃ রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম মিয়া এবং বিভিন্ন অফিসের অফিস প্রধানসহ সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।