চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০ তম উপাচার্য অধ্যাপক ডঃ ইয়াহ্ইয়া আখতার
- সারওয়ার মাহমুদ ,চবি
- প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৪ PM , আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৪ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০ তম উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডঃ মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।
বুধবার (১৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোঃ শাহীনুর ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এটি নিশ্চিত হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন ১৯৭৩ এর ১২(২)ধারা অনুযায়ী প্রফেসর (অবসরপ্রাপ্ত)ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কে সাময়িকভাবে উক্ত বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে নিয়োগ (শর্ত প্রযোজ্য)প্রদান করা হলো।
গত সপ্তাহ থেকেই প্রফেসর আখতারের ভিসি হিসেবে দায়িত্ব নেওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল তা এই প্রজ্ঞাপনের মাধ্যমে তা চূড়ান্ত হয়।
মুহাম্মদ ইয়াহ্ইয়ার বাড়ি বাংলাদেশের খুলনা জেলায়। মুহাম্মদ ইয়াহিয়া আখতার রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে বিএ (অনার্স) এবং এমএ ডিগ্রি অর্জন করেন। এরপর, তিনি কানাডার ইউনিভার্সিটি অব ওয়াটারলু থেকে রাষ্ট্রবিজ্ঞানে দ্বিতীয় এমএ ডিগ্রি সম্পন্ন করেন। পরে, তিনি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সিডনি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
অধ্যাপক আখতার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের একজন শিক্ষক হিসেবে তার কর্মজীবন শুরু করেন এবং ১৯৮২ সাল থেকে এই বিভাগে অধ্যাপনা করছেন।
গত ১২ ই আগস্ট শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগপত্র জমা দিতে বাধ্য হন সাবেক উপাচার্য অধ্যাপক ডঃ আবু তাহের।এক মাসের বেশি সময় পরে নতুন উপাচার্য পেল চবি।