ঢাবির হলে যুবককে পিটিয়ে হত্যা, তদন্তে কমিটি গঠন

ঢাবি
  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে এক ব্যক্তিকে বুধবার (১৮ সেপ্টেম্বর )‌ রাতে চোর সন্দেহে পিটিয়ে হত্যার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে হল প্রশাসন।

আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর ) হলের প্রভোস্ট অধ্যাপক ড. শাহ মো. মাসুম সাত সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করেন।

তদন্ত কমিটিকে সন্ধ্যা ৬ টার মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে অনুরোধ জানানো হয়েছে। 

তদন্ত কমিটির আহবায়ক করা হয়েছে হলটির আবাসিক শিক্ষক অধ্যাপক ড. আলমগীর কবীরকে। অনান্য সদস্যরা হলেন, অধ্যাপক ড. মোহাম্মদ শফিউল আলম খান, অধ্যাপক ড. শেখ জহির রায়হান, মো. মাহাবুব আলম, ড. আছিব আহমেদ, ড. এম এম তৌহিদল ইসলাম এবং সহকারী প্রক্টর এ. কে. এম. নূর আলম সিদ্দিকী।

অপর এক বিজ্ঞপ্তিতে এ ঘটনার প্রত্যক্ষদর্শীদের দুপুর ১২টায় হল অফিসে উপস্থিত হয়ে তদন্ত কমিটিকে সহায়তা প্রদানের জন্য অনুরোধ জানানো হয়েছে।