জাবিতে ছাত্রলীগ নেতার হত্যাকান্ডে ৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার
- জাবি প্রতিনিধি;
- প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪১ PM , আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৪ PM
সাবেক ছাত্রলীগ নেতা শামীম আহমেদ ওরফে শামীম মোল্লাকে পিটিয়ে হত্যার ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আট শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক নেতা শামীম আহমেদ ওরফে শামীম মোল্লাকে পিটিয়ে হত্যার ঘটনায় আট শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
বহিস্কৃতরা হলেন, সরকার ও রাজনীতি বিভাগের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ রাজন মিয়া, একই বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের রাজু আহাম্মদ সরকার, ইংরেজী বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের মো. মামুদুল হাসান রায়হান, ইতিহাস বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের জুবায়ের আহমেদ, ইংরেজি বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের হামিদুল্লাহ্ সালমান, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মো. আতিকুজ্জামান আতিক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের সোহাগ মিয়া ও বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আহসান লাবীব।