বিচার বহির্ভূত হত্যাকান্ডের প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে মোমবাতি প্রজ্জ্বলন
- রোহান চিশতী, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
- প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৮ PM , আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৮ PM
ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের দ্বারা ঘটা বিচারবহির্ভূত হত্যাকান্ডের প্রতিবাদে মোমবাতি প্রজ্জ্বলন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাস্কর্যে মোমবাতি প্রজ্জ্বলন করে তারা শোক ও উষ্মা প্রকাশ করেন। এসময় প্রতিবাদে অংশ নেয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। বাংলাদেশের অন্যতম দুটি সরকারি বিশ্ববিদ্যালয়ে এমন ঘটনার তীব্র নিন্দা জানিয়ে শিক্ষার্থীরা বলেন, সাধারণ জনগনের টাকায় চলা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন সাধারণ মানুষের জন্য হুমকি হয়ে দাড়িয়েছে। এমন বিচার বহির্ভূত হত্যাকান্ডের তীব্র নিন্দা জানাই। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থাকা সত্ত্বেও তারা কিভাবে দুটি হত্যা কান্ড ঘটাতে পারলো এ বিষয়ে তদন্ত ও শাস্তির দাবি জানাই।
বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের শিক্ষার্থী আলভী বলেন, বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় জনসম্মুখে যেভাবে দুইজনকে হত্যা করা হয়েছে এ নিয়ে আমরা ব্যথিত৷ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কোন ভূমিকা দেখা যায়নি কেনো? দেশের কোন প্রান্তে যেনো আর অনিয়মভাবে হত্যার ঘটনা না ঘটে সেজন্য আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। হত্যাকান্ডে যারা জড়িত তাদেরকে দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানাই।
বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী নাইম তালুকদার বলেন, শুধুমাত্র চোর সন্দেহে একজন মানুষকে হত্যা করা কোন শিক্ষিত মানুষের কাজ হতে পারে না। বিশ্ববিদ্যালয়ে পরলেই মানুষ শিক্ষিত হয়ে যায় না ঘটনাটি তারই প্রমাণ। এমন মানবাধিকার পরিপন্থী কাজের তীব্র প্রতিবাদ জানাই। অপরাধ কেও করে থাকলে তার বিচার করবে প্রশাসন। নিজের হাতে আইন তুলে নেয়ার সংস্কৃতি বন্ধ হোক। আমরা এর সুষ্ঠু বিচার চাই।
উল্লেখ্য, ১৮ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে মোবাইল চোর সন্দেহে তোফাজ্জল নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। একইদিনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা শামীম আহমেদকে সাধারণ শিক্ষার্থীরা গনপিটুনি দিলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।