ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবধরনের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৬ PM , আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৬ PM
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল ধরনের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উপস্থিত এক সিন্ডিকেট সদস্য বিষয়টি দ্য বাংলাদেশ মোমেন্টসকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, একটি মাত্র এজেন্ডা নিয়ে আজকের সিন্ডিকেট সভা ডাকা হয়েছিল। সেখানে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সবধরনের রাজনীতি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।