খাগড়াছড়িতে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে জাবিতে মশাল মিছিল ও মানববন্ধন
- জাবি প্রতিনিধি
- প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৭ AM , আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৭ AM
গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত পৌনে এগারোটায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে খাগড়াছড়িতে ঘটে যাওয়া সাম্প্রদায়িক হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে মশাল মিছিল ও মানববন্ধন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আদিবাসী শিক্ষার্থীরা।
মশাল মিছিলটি পৌনে এগারোটায় বিশ্ববিদ্যালয়ের সপ্তম ছায়া মঞ্চ থেকে টিএসসি হয়ে অমর একুশে ভাস্কর্যের সম্মুখ রাস্তা দিয়ে কলা ভবন হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল সংলগ্ন এলাকা দিয়ে বটতলা হয়ে শহীদ মিনারে এসে মানববন্ধনের মাধ্যমে সমাপ্ত হয়।
" দীঘিনালা পুড়ল কেন?" "প্রশাসন/সরকার জবাব চাই", "পাহাড়ে সেনা শাসন, প্রত্যাহার করতে হবে", "আদিবাসীদের নির্যাতন, বন্ধ কর, বন্ধ কর", "আদিবাসীদের ভূমি দখল করা, বন্ধ কর, বন্ধ কর" ইত্যাদি স্লোগানের মাধ্যমে মশাল মিছিলে প্রতিবাদ জানান আদিবাসী শিক্ষার্থীরা।
আদিবাসী জনগোষ্ঠীর উপর হওয়া হামলার প্রতিবাদ জানিয়ে মানববন্ধনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইন্ডিজেনাস স্টুডেন্ট এসোসিয়েশন এর সভাপতি ইগিমি চাকমা বলেন; "আমরা আদিবাসীরা যুগের পর যুগ নির্যাতিত হচ্ছি, এরই ধারাবাহিকতায় আজ পার্বত্য এলাকার মানুষজন ও আমাদের পরিবার নিজ ঘরে থাকতে পারছে না, তারা পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, মানুষের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে। আমাদের মানুষজন কোন দোষ করেনি আর যদি করেও থাকে তবুও এধরনের নিপীড়ন কোনভাবেই কাম্য নয়। সেনাবাহিনী মোতায়েন থাকা স্বত্ত্বেও এমন অরাজক অবস্থায় তারা নিরব এবং নিস্ক্রিয় ভূমিকা পালন করছে যা আমাদের জন্য আরো ভয়ের, আতঙ্কের। আমরা এর দ্রুত বিচার চাই।"
এছাড়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ৪৭তম আবর্তনের শিক্ষার্থী প্রাপ্তি তাপসী মানববন্ধনে সংহতি জানিয়ে বলেন; "আদিবাসী ভাই বোনদের উপর চলে আসা নির্যাতন ও সাম্প্রতিক হওয়া নির্যাতনের প্রতিবাদ ও নিন্দা জানাই, সেখানে দীর্ঘদিন ধরেই নির্যাতন হচ্ছে এমনকি কয়েকদিন আগে বন্যার সময়ও সেখানে নারী ধর্ষণের শিকার হয়েছে, এগুলোতে রাষ্ট্রের ভূমিকা আসলে কী? সমাধান করা না সমস্যা বৃদ্ধি করা!"
সমাপনী বক্তব্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইন্ডিজেনাস স্টুডেন্ট এসোসিয়েশন এর সাধারন সম্পাদক পংকজ খকসী ঘটে যাওয়া ঘটনার প্রতিবাদে জানিয়ে বলেন; "রাষ্ট্রের কাছে আমাদের দাবি একজন নাগরিক হিসেবে আমরা নিরাপদে এ দেশে বসবাস করতে চাই, এ দেশে কোন আদিবাসী নারী তথা কোন নারী ধর্ষিত হোক সেটা চাই না, সাম্প্রদায়িক হামলায় যারা ছিল এবং ঘরবাড়ি ও অন্যান্য জিনিসের ক্ষতি করেছে তাদের বিচারের আওতায় আনতে হবে। আদিবাসীদের নির্যাতন বন্ধ করতে হবে, সেই সাথে সংবিধানে আমাদের স্বীকৃতি দিতে হবে।"
উল্লেখ্য যে, গতকাল খাগড়াছড়ির দীঘিনালায় মামুন নামের এক মোটরসাইকেল চোরকে ধাওয়ার সময় সে বিদ্যুতের খুটিতে মাথায় আঘাত প্রাপ্ত হয় এবং সেই কারণেই পরে হাসপাতালে নেওয়ার সময় মারা যান বলে জানিয়েছেন খাগড়াছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল বাতেন মৃধা।