সব ধরনের রাজনীতি বন্ধের দাবিতে জাবিতে বিক্ষোভ
- জাবি প্রতিনিধি
- প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১৯ PM , আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১৯ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সকল ধরনের রাজনীতি নিষিদ্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
আজ শুক্রবার ( ২০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সাড়ে তিনটায় কেন্দ্রীয় শহিদ মিনার থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বেগম খালেদা জিয়া হলের সামনে টিচার্স কোয়ার্টারের সামনে গিয়ে শেষ হয়। এরপর শিক্ষার্থীরা উপাচার্যের সাথে তাদের তিন দফা দাবি পেশ করেন।
এসময় শিক্ষার্থীরা, এক দফা এক দাবি চাই না কোনো রাজনীতি ; সব জাবিয়ান ভাই ভাই, রাজনীতির ঠাই নাই ;ডান বামর রাজনীতি,চাইনা কারো উপস্থিতি ; ছাত্র রাজনীতির ঠিকানা এই ক্যাম্পাস হবেনা ; শিক্ষক রাজনীতির ঠিকানা এই ক্যাম্পাসে হবে না ; ছাত্ররাজনীতির কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও ; শিক্ষক রাজনীতির কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও। ছাত্ররাজনীতির অংশীদার, এই মুহূর্তে গদি ছাড়; মাদকের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, ধর্ষকের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন প্রভূতি স্লোগান দেয়।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তিন দফা লিখিত দাবি উপাচার্যের সামনে উপস্থাপন করেন। তাদের দাবিগুলো হলো সকল ধরনের দলীয় ( ছাত্র, শিক্ষক, কর্মকর্তা,কর্মচারী ) রাজনীতি বন্ধ করতে হবে, দ্রুততম সময়ের মধ্যে জাকসু নির্বাচন দিতে হবে ও গত ১৪-১৭ জুলাই ক্যাম্পাসের অভ্যন্তরে সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকদের হামলাকারী ও মদদদাতাদের বিরুদ্ধে প্রশাসনিক ও রাষ্ট্রীয় আইনে বিশ্ববিদ্যালয় বাদী হয়ে মামলা করতে হবে ও বিচার নিশ্চিত করতে হবে, পাশাপাশি ক্যাম্পাসের অভ্যন্তরে নিরাপত্তা জোরদার করতে হবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ ইতিহাস বিভাগের শিক্ষার্থী শাকিল বলেন, আমরা একটি বৈষম্যহীন সমাজ গঠনের জন্যই আন্দোলন করেছি।আমাদের এ রক্ত যেন বৃথা না যায়। বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীই চায় দলীয় লেজুড়বৃত্তিক রাজনীতি নিষিদ্ধ করা হোক। আশা করি উপাচার্য আমাদের দাবির পক্ষে সিদ্ধান্ত দিবেন।
উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান বলেন, 'যেহেতু এতোদিন আমাদের বিশ্ববিদ্যালয়ের সম্পুর্ন প্রশাসন কাঠামো ছিল না, তাই আমরা এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারিনি। তাই আগামী রবিবার আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা জরুরি মিটিং ডেকে এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবো।'
উপাচার্যের আশ্বস্তে এসময় শিক্ষার্থী বিক্ষোভ মিছিল সমাপ্ত ঘোষণা করেন। একইসাথে যদি আগামী রবিবার শিক্ষার্থীদের দাবির পক্ষে সিদ্ধান্ত না আসে তাহলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন শিক্ষার্থীরা।