নতুন উপাচার্য পেল রবীন্দ্র বিশ্ববিদ্যালয়
- হাবিবুর রহমান, রবি প্রতিনিধি
- প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২১ PM , আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২১ PM
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. এস এম হাসান তালুকদার। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আইন, ২০১৬ এর ১০ (১) ধারা অনুযায়ী তাকে নিয়োগ দিয়ে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অধ্যাপক ড. এস এম হাসান তালুকদারের নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে চার বছর হবে।
তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি পাবেন।তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
প্রসঙ্গত, হাসান তালুকদার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজকল্যাণ বিষয়ে ১৯৮০ সালে বিএসএস (সম্মান) ও ১৯৮১ সালে এমএসএস ডিগ্রি লাভ করেন। তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ১৯৮৩ সালে এলএলবি, ১৯৮৯ সালে এলএলএম এবং ২০০৮ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
এস এম হাসান তালুকদার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক। তিনি আইন বিভাগের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার বিশেষজ্ঞতার ক্ষেত্রসমূহ হলো— প্রশাসনিক আইন, সাংবিধানিক আইন, চুক্তি আইন, শ্রম আইন এবং সম্পত্তি আইন। তিনি আইন বিষয়ক ১৪টি বই ও ৭টি প্রবন্ধ প্রকাশ করেছেন। একাডেমিক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক কল্যাণ সংস্থার সাথে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।