রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে সিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত
- হাবিবুর রহমান, রবি প্রতিনিধি
- প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৯ PM , আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৯ PM
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে (রবি) প্রথমবারের মত সিরাত প্রতিযোগিতা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেল তিনটায় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-৩ এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মহানবী (সাঃ) এর জীবনী সংক্রান্ত বই আর রাহিকুল মাখতুম এর উপর এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় প্রথম তিনজনকে পাঁচ হাজার, তিন হাজার ও দুই হাজার করে নগদ অর্থ এবং প্রথম ১০জনকে ক্রেস্ট ও বই উপহার দেওয়া হয়।
অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ নাছরুল হক বলেন, বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত সিরাত প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের থেকে আমরা ভালো সাড়া পেয়েছি যেটি আমাদের আয়োজকদের জন্য আশাজাগানিয়া। আমরা আশা করি আগামীদিনেও আমরা বিশ্ববিদ্যালয়ে এমন কিছু ভালো কাজ করতে পারবো।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, সংগীত বিভাগের চেয়ারম্যান ও সহকারী প্রক্টর ইয়াত সিংহ শুভ, বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ।