আঞ্চলিক সংঘাতে অনিশ্চিত রাবিপ্রবির একাডেমিক কার্যক্রম

রাবিপ্রবি
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি)   © ফাইল ছবি

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের পাহাড়ি ও বাঙ্গালী সংঘাতের কারণে আবারও অনিশ্চয়তার মুখে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) একাডেমিক কার্যক্রম। গণ-অভ্যুত্থানের পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের তোপে ক্লাস-পরীক্ষা শুরু হলেও আঞ্চলিক সংঘাতের জের ধরে আবারও একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম বন্ধের উপক্রম হয়েছে। 

আজ ২১ সেপ্টেম্বর (শনিবার) কম্পিউটার সায়েন্স এন্ড ইন্জিনিয়ারিং(সিএসই) বিভাগের চেয়ারম্যান আহমেদ ইমতিয়াজ সাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, "আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে সিএসই বিভাগের সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করা হলো। পরিস্থিতি উন্নতি হওয়ার সাপেক্ষে পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে পুনরায় ক্লাস ও পরীক্ষা বিষয়ে অবহিত করা হবে।

অন্য দিকে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স (এফইএস) বিভাগের চেয়ারম্যান ড. নিখিল চাকমা জানান,"যেহেতু আমার বিভাগে।কোনো পরীক্ষা চলমান নেই তাই আমরা অনলাইনে শ্রেণি কার্যক্রম চালিয়ে যেতে পারি। সবার নিরাপত্তার বিষয় বিবেচনায় রেখেই আমাদের এগিয়ে যেতে হবে"।

গতকাল (২০ সেপ্টেম্বর) খাগড়াছড়ির দীঘিনালায় শুরু হওয়া আঞ্চলিক সংঘাতের জের ধরে রাঙ্গামাটিতেও পাহাড়ি ও বাঙ্গালীর ব্যাপক সংঘাত ঘটে।এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য জেলা প্রশাসকের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়।