আবাসিক শিক্ষার্থীর সিটে অন্যকে তোলার প্রস্তাব ও অশোভন আচরণের অভিযোগ
- রোহান চিশতী, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
- প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৮ PM , আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩২ PM
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে এক আবাসিক শিক্ষার্থীর সিটে অন্যকে তোলার প্রস্তাব ও প্রস্তাবে রাজি না হলে ফোনকলে অশোভন আচরণের অভিযোগ উঠেছে নৃবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) এক ফেসবুক পোস্টে প্রাথমিকভাবে ঘটনাটি জানায় স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রোজালিনা খান। জানা যায়, ভুক্তভোগী এই নারী শিক্ষার্থীকে ফোন দিয়ে তার সিটে একজন জুনিয়র নারী শিক্ষার্থীকে উঠানোর প্রস্তাব দেন আব্দুর রাজ্জাক। কিন্তু এতে অস্বীকৃতি জানালে আব্দুর রাজ্জাক তাকে ক্যাম্পাসে এসে দেখা করতে বলেন।
এ বিষয়ে বাংলাদেশ মোমেন্টসকে রোজালিনা খান জানান, আব্দুর রাজ্জাক আমাকে ফোন দিয়ে আমার সিটে অন্য একজনকে উঠানোর কথা বলেন। কিন্তু আমি এখনো বিশ্ববিদ্যালয়ের রানিং স্টুডেন্ট, আমি এখনো সিট বাতিল করি নি৷ আমি যেদিন সিট বাতিল করবো এরপর যেকেউ এসে উঠতে পারে এভাবে বলেছি। কিন্তু উনি আমাকে ক্যাম্পাসে এসে দেখা করতে বলেন। পরে আমার এক বন্ধু এ বিষয়ে কথা বলতে উনাকে ফোন দিলে তিনি অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং ক্যাম্পাসে আসলে আমাদের পা ভেঙে দিবে বলে থ্রেট দেন।
তবে এমন অভিযোগকে মনগড়া বলে দাবি করে আব্দুর রাজ্জাক বলেন, রোজালিনা খান স্নাতকোত্তর সম্পন্ন করে ঢাকায় চাকরি করেন। একারণে আমার এক ছোট বোনকে উনার সিটে আপাতত রাখা যাবে কি না এজন্য কল দিয়েছিলাম। কিন্তু উনি বলেন উনার এখনো সিট বরাদ্দ আছে, উনি চলে গেলে যেকেউ উঠতে পারবে। উনার সাথে আমার এতটুকুই কথা হয়েছে। এর কিছুক্ষণ পর উনার বন্ধু আনন্দ আমাকে কল দিয়ে উচ্চস্বরে কথা বলেন এবং এতে আমাদের মাঝে বাকবিতন্ডা হয়। কিন্তু ওই আপুর সাথে আমার কোনো কথা-কাটাকাটি হয়নি। এখন আমাকে রাজনৈতিক ট্যাগ দিয়ে অনেকভাবে ট্র্যাপে ফেলার চেষ্টা করা হচ্ছে।