শামীম মোল্লা হত্যায় জাবির এক শিক্ষার্থী গ্রেফতার
- জাবি প্রতিনিধি
- প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৪, ১২:২০ PM , আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৪, ১২:২০ PM
জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় (জাবি) সাবেক ছাত্রলীগ নেতা শামীম মোল্ল্যাকে গণপিটুনিতে হত্যা মামলার আসামি মাহমুদুল হাসান রায়হানকে গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২২ সেপ্টেম্বর) ভোরে গাজীপুরের জয়দেবপুর থানার হোতাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি গাজীপুরের দক্ষিণ সালনার আরালিয়া গ্ৰামে।
গ্রেপ্তার ওই শিক্ষার্থীর মামলায় ৩ নম্বর আসামি তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৫০তম ব্যাচের (২০২১-২২ শিক্ষাবর্ষের) শিক্ষার্থী। এর আগে শামীম হত্যার ঘটনায় জড়িত থাকায় মাহমুদুল হাসান রায়হানকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ‘অভিযান চালিয়ে শামীম মোল্লা হত্যা মামলার ৩ নম্বর আসামি রায়হানকে গাজীপুরের রাজেন্দ্রনগর এলাকা থেকে গ্রেপ্তার করেছি। নিয়মানুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’