বিশ্ববিদ্যালয়ের ইমেজ ফিরিয়ে আনতে কাজ করবো: চবির নতুন প্রক্টর

চবি
অধ্যাপক ড. তানভীর (চবি প্রক্টর)  © ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টরের দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ। দায়িত্ব পাওয়ার পর শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি প্রতিবেদক কে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংস্কার ও ইমেজ ফিরিয়ে আনার কথা বলেন।

এর আগে রবিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে. এম. নুর আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এক বছরের জন্য তাকে প্রক্টর নিয়োগ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফকে বিশ্ববিদ্যালয়ের নিয়ম মোতাবেক প্রদেয় ভাতা ও অন্যান্য সুবিধাদিসহ যোগদানের তারিখ হতে এক বছরের জন্য প্রক্টর নিয়োগ করা হলো।

দায়িত্ব পেয়ে শিক্ষার সুস্থ পরিবেশ ও অতীতে চবির হারানো ইমেজ ফিরিয়ে আনার বিষয়ে বিষয়ে জোর দিয়ে ড.তানভীর হায়দার বলেন- আমরা বিশ্ববিদ্যালয়ের ইমেজ টাকে একটা প্রতিযোগিতামূলক অবস্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুস্থ পরিবেশ নিশ্চিতে সকলের সহযোগিতা কামনা করছি, আল্লাহ যেন আমাদের সহায় হোন।