জবিতে মঙ্গলবার অনলাইন ক্লাস বন্ধ হতে যাচ্ছে

জবি
  © টিবিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) মঙ্গলবার এর অনলাইন ক্লাস আগামী এক-দুই সপ্তাহের মধ্যেই বাতিল করা হবে। রবিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভা কক্ষে সদ্য নিয়োগপ্রাপ্ত উপাচার্য ড. রেজাউল করিম একথা জানান।

বিশ্ববিদ্যালয়ে সপ্তাহে একদিন মঙ্গলবার অনলাইন ক্লাস শুরু করা হয়েছিল জ্বালানি খাতে সাশ্রয় করার জন্য। সেজন্য বন্ধ রাখা হয়েছিল সরাসরি ক্লাসের।

এসময় বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক মোস্তফা হাসান বলেন, জ্বালানি খাতে খরচ কমানোর জন্য ব্যয় সংকোচন নীতি গ্রহণের ফলে বিশ্ববিদ্যালয় বন্ধ রাখা সম্পূর্ণ অযৌক্তিক। এমন কোথাও নেই খরচ কমানোর জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ রাখতে হবে।

বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. রেজাউল করিম বলেন, অনলাইন ক্লাসের পক্ষে আমিও না। আগামী এক-দুই সপ্তাহের মধ্যেই অনলাইন ক্লাস বাতিল করা হবে।