নজরুল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক জাহাঙ্গীর আলমের যোগদান
- রোহান চিশতী, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি;
- প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৮ PM , আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৮ PM
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ৭ম উপাচার্য হিসেবে যোগদান করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।
রবিবার (২২ সেপ্টেম্বর) যোগদানের পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে চির উন্নত মম শির এবং নজরুল ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এসময় ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ, আহত এবং অংশগ্রহণকারীদের জন্য দোয়া কামনা করেন।
পরে এক সংক্ষিপ্ত সমাবেশে উপাচার্য ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, কবি কাজী নজরুল ইসলামের পুণ্যভূমিতে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নেয়াটা আমার জন্য সৌভাগ্যজনক। আমার এই সৌভাগ্য তখনই সার্থকতা পাবে যখন আমি নিজের কর্মতৎপরতার মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ের জন্য ভালো কিছু করতে পারবো।
তিনি আরো বলেন, আমি চেষ্টা করব একটি নলেজ বেজড কমিউনিটি তৈরি করতে, যেটি ময়মনসিংহ অঞ্চলসহ পুরো বাংলাদেশে ভূমিকা রাখবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, দেশের বাইরেও আমাদের শিক্ষক-শিক্ষার্থীরা অবদান রাখতে সক্ষম হবে। আমরা যারা জ্ঞান প্রদান করব, আমাদের উদ্দেশ্যই যেন থাকে বাংলাদেশের মেরিটোরিয়াস শিক্ষার্থীদের এখানে আসতে আকৃষ্ট করা। সবাইকে সাথে নিয়ে এ কাজটি আমি করে যেতে চাই। আশা করি প্রত্যেকে নিজ জায়গা থেকে আমাকে সাহায্য করবেন।
অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। এছাড়া এশিয়ান ইন্সটিটিউট অব টেকনোলজি (এআইটি) থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯৫ সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে প্রভাষক পদে যোগদানের মধ্যদিয়ে শিক্ষকতা জীবন শুরু করেন।
পরবর্তীতে ২০০৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে সহকারী অধ্যাপক পদে যোগ দেন। সরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি তিনি বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়েও শিক্ষকতার সঙ্গে যুক্ত আছেন। তাঁর বিশটিরও অধিক গবেষণা ও প্রবন্ধ দেশ-বিদেশের প্রসিদ্ধ জার্নালে প্রকাশিত হয়েছে।