কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে

শুরু হলো আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট 'নজরুল কাপ-২০২৪'

নজরুল বিশ্ববিদ্যালয়
  © টিবিএম

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে শুরু হয়েছে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট 'নজরুল কাপ ২০২৪' এর প্রথম আসর।

রবিবার (২২ সেপ্টেম্বর) বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলার নির্বাহী কর্মকর্তা জুয়েল আহমেদ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় বিশ্ববিদ্যালয়ের স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগ এবং ফোকলোর বিভাগ৷

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বর্তমান যুগে সবাই মোবাইল কেন্দ্রিক হয়ে খেলাধুলা থেকে দূরে সরে যাচ্ছে। কিন্তু পরিপূর্ণ বিকাশের জন্য মানসিক ও শারীরিক উভয় বিকাশেরই দরকার। একটি অপরটির পরিপূরক। তাই পরিপূর্ণ মানুষ হতে গেলে খেলাধুলার কোন বিকল্প নেই। তোমাদের এই আয়োজনকে আমি সাধুবাদ জানাই। আমি আশা করি এই টুর্নামেন্টের মাধ্যমে কিছু প্রতিশ্রুতিশীল খেলোয়াড় বেড়িয়ে আসবে যারা জাতীয় ও আন্তর্জাতিকভাবে বিশ্ববিদ্যালয় ও দেশের নাম উজ্জ্বল করবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, আমরা সবাই তারুণ্যের শক্তি দেখেছি এবং আমরা চাই এই তারুণ্যের শক্তি যখন যেভাবে দরকার হবে সেভাবেই ব্যবহৃত হবে। ৫ আগস্টের পর এমন একটি আয়োজন খুবই দরকার ছিলো। আমি আশা করি এমন সুস্থ ধারার বিনোদন অব্যাহত থাকবে এবং যেকোন সহযোগিতায় আমরা উপজেলা প্রশাসন সহযোগী হিসেবে থাকবো।

এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ত্রিশাল থানা পুলিশের সার্কেল এএসপি অমিত সরকার, বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মিজানুর রহমান, প্রক্টর ড. মাহবুবুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থীসহ অন্যরা।

উল্লেখ্য, টুর্নামেন্টটিতে মোট ২৪ বিভাগ অংশগ্রহণ করবে এবং আগামী ৬ অক্টোবর আসরটির ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।