পূর্নাঙ্গ উপাচার্য চেয়ে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ববি শিক্ষার্থীদের
- ববি প্রতিনিধিঃ
- প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৫ AM , আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৫ AM
পূর্নাঙ্গ উপাচার্যর নিয়োগ চেয়ে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
রোববার (২২ সেপ্টেম্বর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ববির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত শিক্ষার্থী শহিদুল ইসলাম শাহেদ।
বিজ্ঞপ্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, বরিশাল বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন যাবৎ নিয়মিত ভিসি, প্রক্টর, প্রভোস্টসহ প্রশাসনিক প্রায় সব পদ শুন্য হয়ে আছে। যার দরুন বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন-অগ্রগতি চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে। এ সময় অন্তর্বর্তী সরকারের প্রতি দ্রুততম সময়ের মধ্যে সৎ, যোগ্য এবং জুলাই অভ্যুত্থানের বিপ্লবী চেতনায় উজ্জীবিত একজন উপাচার্য নিয়োগ দেওয়ার আহ্বান জানান। এতে বলা হয়, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যদি বরিশাল বিশ্ববিদ্যালয়ে নিয়মিত উপাচার্য নিয়োগ দেওয়া না হলে তারা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত শিক্ষার্থী সিরাজুল ইসলাম, শহিদুল ইসলাম শাহেদ, অপর্না আক্তার, ফারিয়া সুলতানা লিজা ও মাহফুজুর রহমান ইমরানের পক্ষ থেকে এই বার্তা পাঠানো হয়।
উল্লেখ্য, শেখ হাসিনা সরকারের পতনের পর শিক্ষার্থীদের তোপের মুখে গত ২০ আগস্ট পদত্যাগ করতে বাধ্য হন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।