দুইদিন ধরে সাজেকে আটকা ঢাবির তিন শিক্ষার্থী, নেই খাবার-পানি

ঢাবি
  © ফাইল ফটো

পাহাড়ি উপজাতি ও বাঙলিদের মধ্যে চলা সংঘর্ষের কারণে দুইদিন ধরে সাজেকের পাহাড়িকা রিসোর্ট-এ আটকে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী। শনিবার সকালে তাদের ঢাকায় ফেরার কথা থাকলেও উদ্ভুত পরিস্থিতির কারণে সেখানে আটকে আছেন তারা। এতে তীব্র খাবার সংকট দেখা দিয়েছে সেখানে।

আটকে পড়া তিন শিক্ষার্থী হলেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাহমুদ ও মূসা এবং ইতিহাস বিভাগের রাশেদ। তারা সবাই ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল এগারোটায় দ্য বাংলাদেশ মোমেন্টস-এর সাথে কথা রাশেদের। তিনি বলেন, ’ আমরা বৃহস্পতিবার সাজেকে আসি। শনিবার সকালে আমাদের এখান থেকে বের হওয়ার কথা ছিল। কিন্তু সকালে সেনাবাহিনী এসে বললো আপনারা বের হতে পারবেন না বাইরে পরিস্থিতি অনেক খারাপ, বিকালে বের হবেন। 

পরে বিকালে আবার সেনাবাহিনী এসে বলে বের হওয়া যাবে না। কাল (রবিবার) সকালে দেখি বের হতে পারেন কিনা। পরে গতকাল সকালে এসে বলতেছে অবস্থা খুব খারাপ বের হতে পারবেন না, বিকালে (রবিবার) দেখি। পরে বিকালে এসে আবার বলে আজকে সকালে দেখি কিন্তু এখন পর্যন্ত তাদের কোন খোঁজখবর নাই।’

খাবার সংকট ও নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে রাশেদ বলেন, আমরা যে টাকা সাথে করে নিয়ে আসছি সব শেষ। খাবার সংকট দেখা দিয়েছে। পানি নাই, তিনদিন ধরে গোসল দিতে পারিনি। শুক্রবার রাত থেকে এখানে পানি আসতেছে না, গতকাল রাতে একটু আসছে। খুবই করুণ অবস্থার মধ্যে আছি।

সবচেয়ে বড় সমস্যা হচ্ছে গতকাল রাতে সেনাবাহিনী এসে বলছে ,রাতে ঘুমান না,সজাগ থাকেন আক্রমণ হতে পারে; চোখ কান খোলা রাখেন। এখন জীবন নিয়ে শঙ্কার মধ্যে আছি, কি করবো বুঝতে পারছি না।


এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ দ্য বাংলাদেশ মোমেন্টসকে বলেন, ‘আমি বিষয়টি মাত্র জানলাম। বিভাগে খোঁজ নিতে বলতেছি।’