জবির আইন অনুষদের শিক্ষার্থী রাজনৈতিক প্রতিহিংসার শিকার
- জবি প্রতিনিধি:
- প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৫ PM , আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৫ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থী রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন তার নিজ এলাকায়। স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীদের দ্বারা হামলার শিকার হয়েছে তার পরিবার।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমানের সাথে এই ঘটনা ঘটে। রোববার (২৩ সেপ্টেম্বর) কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের আটি গ্রামে তার বাবা আওয়ামী আদর্শের বাইরের রাজনীতি করায় তাদের নিজ বাড়িতে হামলার শিকার হয়। এতে নিরাপত্তাহীনতায় ভুগছে তার পরিবার।
হামলাকারীরা রাতে দেশীয় অস্ত্র, বাঁশ, লাঠি- শোটা নিয়ে অতর্কিত ভাবে হামলা চালায়। বাড়ি-ঘরসহ প্রয়োজনী আসবাবপত্র ভাঙচুর করে। মোটরসাইকেলে অগ্নিসংযোগের চেষ্টা করে হামলাকারীরা। হামলায় তার বাবা এবং পরিবারের অন্য সদস্যরা গুরতর আহত হয়। নিরাপত্তার কারণে গভীর রাতেই অন্যত্র গিয়ে আশ্রয় নেয় এই শিক্ষার্থী।
স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ছাতিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন বিশ্বাসের নেতৃত্বে এই হামলা চালিয়েছে বলে জানিয়েছেন ওই শিক্ষার্থী।
এসময় তিনি বলেন, আমার বাবা আওয়ামী লীগের বাইরের একটি দলীয় আদর্শকে সমর্থন করায় তারা এই হামলা চালিয়েছে। তার ভুক্তভোগী এখন আমার পরিবারের সবাই। দলীয় প্রভাব বিস্তার করার জন্য আমাদের উপর হামলা চালিয়ে আমাদের দমন করতে চাইছে।
তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব টিপু সুলতান এর প্রভাব দেখিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে এই চেয়ারম্যান। আমাদের বাড়ি ভাংচুর করার সময় পুলিশ থাকা সত্ত্বেও তারা বাধা দেয়নি। তারা উপরে প্রভাব দেখিয়ে এই হামলা চালিয়েছে। এই মুহূর্তে আমিসহ আমার পরিবার প্রচন্ড নিরাপত্তাহীনতায় ভুগছি।
এনিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সদ্য নিয়োগপ্রাপ্ত প্রক্টর ড. মুহাম্মদ তাজাম্মুল হক বাংলাদেশ মোমেন্টসেকে জানান, আমার দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরেও হলেও কুষ্টিয়ার বিষয়টি আমি সকালে অবহিত হয়েছি এবং সকাল থেকে অনেক প্রচেষ্টার পরে দুপুরে কুষ্টিয়ার এসপি মিজানুর রহমানকে পেয়েছি। মোস্তাফিজুর রহমানের পরিবারিক নিরাপত্তা নিশ্চিত করতে অনুরোধ করেছি। তিনি বিষয়টি অবহিত আছেন এবং সেখানে নিরাপত্তা ব্যবস্থা আছে বলে আমাকে অবহিত করেছেন।