চবির দুই প্রো-ভিসি অধ্যাপক শামীম ও অধ্যাপক কামাল
- চবি প্রতিনিধি;
- প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১২ PM , আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১২ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপ-উপাচার্যের দুটি পদেই নিয়োগ দেওয়া হয়েছে। উপ উপাচার্য (একাডেমিক) হিসাবে নিয়োগ পেয়েছেন ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. শামীম উদ্দিন খান এবং উপ-উপাচার্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পেয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. কামাল উদ্দিন। যোগদানের তারিখ থেকে অন্যান্য সুযোগ সুবিধা সহ ৪ বছর তারা এ দায়িত্ব পালন করবেন।
সোমবার (২৩ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত দুটি আলাদা বিজ্ঞপ্তির মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৯৭৩ এর অ্যাক্টের ১৪ (১)ধারা অনুযায়ী পাঁচ শর্তে নিয়োগ দেয়া হয়।
এর আগে গত কয়েক সপ্তাহ যাবত এই দুই অধ্যাপকের প্রশাসনিক সর্বোচ্চ পদ গুলোর কোনো একটিতে নিয়োগ দেয়া নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মহলে গুঞ্জন শোনা যাচ্ছিল।