অতিরিক্ত ভাড়া আদায়ে প্রতিবাদ করায় হেল্পার কর্তৃক হেনস্থার অভিযোগে চবি শিক্ষার্থীর মামলা
- চবি প্রতিনিধি;
- প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১২ PM , আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১২ PM
অতিরিক্ত ভাড়া চাওয়ার প্রতিবাদ করায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীকে বাসের হেল্পার কর্তৃক মারধরের হুমকির অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী নগরীর পাঁচলাইশ থানায় সাধারণ ডায়েরি করেছেন।
সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে বারোটায় বিশ্ববিদ্যালয়ের ১ নং গেইট থেকে শহরগামী ৩ নাম্বার বাসে এই ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী বিষয়টি মুরাদপুরের ট্রাফিক পুলিশকে অবহিত করলে ট্রাফিক পুলিশ ড্রাইভারের কাগজপত্র চেক করে এই বিষয়ে থানায় যোগাযোগ করতে বলেন।
ভুক্তভোগীর নাম মোঃ মফিজুল আলম। তিনি বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
জিডিতে উল্লেখ করা হয়, দুপুর সাড়ে বারোটার সময় তিন নাম্বার রোডের বাস নং চট্টমেট্রো-জ১১-১০৮৬ আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১ নং গেট হতে মুরাদপুর মোড়ে আসি। বাসের হেলপার বেশি ভাড়া দাবি করলে আমি কেন বেশি ভাড়া দেবো বললে তারা উত্তেজিত হয়ে আমাকে মারার জন্য তেড়ে আসে এবং বিভিন্ন রকমের হুমকি ধামকি প্রদান করে।
ভুক্তভোগীর মোঃ মফিজুল আলম বলেন, ১৫ টাকার ভাড়া তারা ২০ টাকা দাবি করেছে। আমি কীভাবে ২০ টাকা ভাড়া জানতে চাইলে হেলপার আমাকে মারতে তেড়ে আসেন। অসভ্য ভাষায় গালিগালাজ করে এবং বিভিন্নভাবে হুমকি দিতে থাকে। আমি প্রথমে ট্রাফিক পুলিশের কাছে বিষয়টি অবহিত করি। তারা আমাকে এই বিষয়ে থানায় যোগাযোগ করতে বলেন। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। ন্যায্য ভাড়ার কথা বলে আজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়েও বাস হেল্পারের কাছে হেনস্থা হতে হচ্ছে। আমি জিডি করেছি। প্রক্টর অফিসেও এই বিষয়ে অভিযোগ দিবো।
জানতে চাইলে ড্রাইভার আনিস উদ্দিন বলেন, হেল্পারের সাথে ওনাদের একটু কথা কাটাকাটি হয়েছে। মূলত এটা হেল্পারের ভুল ছিলো। সে তো অশিক্ষিত লোক কীভাবে কথা বলতে হয় সেটাও জানে না। আমি ওর হয়ে ওদের কাছে ক্ষমা চেয়েছি। হেল্পার শিক্ষার্থীদের সাথে এমন আচরণ করতে পারে না।