নজরুল বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু হলের সিট বরাদ্দের জন্য আবেদন আহ্বান
- রোহান চিশতী, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি;
- প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৭ PM , আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৭ PM
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে সংযুক্ত ২০২২-২৩ শিক্ষাবর্ষ ব্যতীত অন্যান্য শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সিট বরাদ্দ দেয়ার জন্য আবেদন আহ্বান করেছে হল প্রশাসন। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) হলটির প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে সংযুক্ত ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী ব্যতিত অন্যান্য সেশনের শিক্ষার্থীদের জন্য সিট বরাদ্দের জন্য আবেদন গ্রহন করা হবে। এজন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নোটিশ থেকে নির্ধারিত ফরম ডাউনলোড পূর্বক যথাযথভাবে পূরন করে প্রয়োজনীয় কাগজপত্র সহ আগামী ৮ অক্টোবরের মধ্যে অফিস চলাকালীন সময়ে হল অফিসে জমা দিতে হবে। ফরমটির সাথে সর্বশেষ সেমিস্টারের প্রকাশিত মার্কশীট এর ফটোকপি ও সদ্য তোলা পার্সপোর্ট সাইজের ১ কপি ছবি সংযুক্ত করে দিতে হবে।
এছাড়াও বিজ্ঞপ্তিতে স্নাতকোত্তর ও যেসব বিভাগে স্নাতকোত্তর চালু নেই সেক্ষেত্রে স্নাতক চূড়ান্ত পরীক্ষা সম্পন্নকারী শিক্ষার্থীদের সকল পাওনাদি পরিশোধ করে আগামী ৩০ অক্টোবরের মাঝে হলের সিট বাতিলের নির্দেশ দেয়া হয়েছে এবং আবাসিক শিক্ষার্থী নয় এমন শিক্ষার্থীদেরও একই দিনের মধ্যে হল ত্যাগের কথা বলা হয়েছে।