পাবিপ্রবিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত
- নাজমুল ইসলাম, পাবিপ্রবি;
- প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩১ PM , আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩১ PM
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের আয়োজনে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত হয়েছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রাঙ্গণে "ফার্মাসিস্টরা বৈশ্বিক স্বাস্থ্য চাহিদা মেটাচ্ছেন" এই প্রতিপাদ্য নিয়ে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালি শেষে একাডেমিক ভবনের সামনে কেক কাটা হয়।
এ সময় ফার্মেসি বিভাগের সভাপতি ড. শরিফুল হক, সহকারী অধ্যাপক সুলতানা শাকিলা খান, সহকারী অধ্যাপক মোছা. রেশমা আক্তার, প্রভাষক মো. আশরাফুল ইসলাম, প্রভাষক মো. আব্দুল আলী ভূঁইয়াসহ বিভিন্ন বর্ষের শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে বিকেলে একাডেমিক ভবনের গ্যালারি-২ তে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।