সড়ক দুর্ঘটনায় মৃত শিক্ষার্থীর পরিবারকে সান্ত্বনা দিতে হাসপাতালে ইবি ভিসি
- ইবি প্রতিনিধি:
- প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৭ PM , আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৭ PM
ক্লাস শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আরবি ও ভাষা সাহিত্য বিভাগের শিক্ষার্থী মনির হোসেন।
আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেল পৌনে চারটার দিকে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এতে মৃত শিক্ষার্থীর পরিবারকে সান্ত্বনা দিতে হাসপাতালে ছুটে যান ইবির নবনিযুক্ত ভিসি অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
সেখানে যাওয়ার পর সন্ধ্যা সাড়ে ৫টার দিকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান অধ্যাপক ড. নকীব। এছাড়া তিনি মৃত শিক্ষার্থীর আত্মার মাগফেরাত কামনায় দোয়া করেন। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের থিওলজি অনুষদের ডীন অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান আশ্রাফী ও বিশ্ববিদ্যালয়ের আরবি ও ভাষা সাহিত্য বিভাগের অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন প্রমুখ।
জানা যায়, সড়ক দুর্ঘটনায় মৃত মনির হোসেন বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। মনিরের বাড়ি কুষ্টিয়ার কুমারখালি উপজেলায়। তিনি আজ বুধবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের ক্লাস শেষ করে ক্যাম্পাস বাসে না ফিরে ভাড়া বাসে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পরে কুষ্টিয়ার চৌড়হাস থেকে সিএনজিতে বাড়ির পথে যাওয়ার সময় ট্রাকের সঙ্গে সিএনজির মুখোমুখি দুর্ঘটনা ঘটে। মাথায় মারাত্মকভাবে জখম অবস্থায় তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি৷