পবিপ্রবিতে প্রক্টরিয়াল টিমের নিয়মিত টহল, আইডি কার্ড সাথে রাখার অনুরোধ
- মো: রিয়াজুল ইসলাম, পটুয়াখালী প্রতিনিধি:
- প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৩ AM , আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩০ AM
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শিক্ষার উপযুক্ত পরিবেশ তৈরি করার লক্ষ্যে শিক্ষার্থীদের নিজ নিজ পরিচয়পত্র (আইডি কার্ড) সঙ্গে রাখার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। তবে পরিচয়পত্র হারিয়ে যাওয়া শিক্ষার্থীদের উপযুক্ত প্রমাণপত্র সঙ্গে রাখার অনুরোধ করা হয়েছে।
গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যামে এ বিষয় জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাম্পাসে শিক্ষার উপযুক্ত পরিবেশ তৈরি করার লক্ষ্যে ক্যাম্পাসে প্রক্টরিয়াল দলের নিয়মিত টহল পরিচালিত হচ্ছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের আড্ডা, মাদক সেবন, মাঠে ফুটবল খেলা, ওয়াইফাই ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে এবং এ সকল কাজে বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা না করার জন্য বলা হয়েছে।
প্রসঙ্গত, গত ৮ আগষ্ট বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন ও ইকোনমিকস এন্ড সোসিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আবুল বাশার খান।