জাবিতে পূর্ণাঙ্গ একাডেমিক ক্যালেন্ডার ও তার বাস্তবায়নের দাবি
- বিশ্ববিদ্যালয় প্রতিবেদক;
- প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩৬ PM , আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩৬ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পুনর্গঠন ও মানোন্নয়নের লক্ষ্যে পূর্ণাঙ্গ একাডেমিক ক্যালেন্ডার ও তার বাস্তবায়নসহ ৩৬ দফা দাবিতে জানিয়েছে সাধারণ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে 'জাহাঙ্গীরনগর সংস্কার আন্দোলন' ব্যানারে এক সংবাদ সম্মেলনে এ দাবিগুলো তুলেছেন শিক্ষার্থীরা।
দফাগুলো মধ্যে উল্লেখযোগ্য কিছু দাবি হলো- অবিলম্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ তথা জাকসু হল সংসদ এবং বিভাগীয় সংসদ কার্যকর করতে হবে, ছাত্ররাজনীতি প্রশ্নে শিক্ষক-শিক্ষার্থীদের সমন্বয়ে একটি 'রিসার্চ টিম' গঠন করে যৌক্তিক সমাধানে আসতে হবে, কলা ও মানবিকী অনুষদে মাদ্রাসা এবং মানবিক বিভাগ হতে আসা ছাত্রদের ভর্তিতে সমস্ত বৈষম্য দূর এবং শিফটভিত্তিক ভর্তি পরীক্ষা বাতিল করে অভিন্ন প্রশ্নে ভর্তি পরীক্ষা নিশ্চিত এবং অভিন্ন মেধাতালিকা প্রণয়ন করতে হবে,শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীদেরও গবেষণা বরাদ্দের ব্যবস্থা নিশ্চিত করতে হবে, বিশ্ববিদ্যালয়ের প্রাণ-প্রকৃতি ও জীব-বৈচিত্র রক্ষার উদ্যোগ নিতে হবে এবং প্রাণ-প্রকৃতি ও জীব-বৈচিত্রের জন্য হুমকি এমন সমস্ত প্রজেক্ট বন্ধ করতে হবে,পূর্নাঙ্গ একাডেমিক ক্যালেন্ডার দিতে হবে এবং তার বাস্তবায়ন নিশ্চিত করতে মনিটর হবে, শিক্ষক নিয়োগে গবেষণা ও অভিজ্ঞতাকে প্রাধান্য দিতে হবে এবং পিএইচডিধারীদের অগ্রাধিকার দিতে হবে, বিগত স্বৈরাচারী আমলে যোগ্য প্রার্থীদের বাদ দিয়ে রাজনৈতিকভাবে শিক্ষক ও কর্মকর্তা নিয়োগের স্বচ্ছতা যাচাইয়ের জন্য একটি কমিশন গঠন করতে হবে, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য লিফট, ওয়াশরুম, রাস্তার মার্কার নিশ্চিত করতে হবে, প্রত্যেক বিভাগে মান উন্নয়ন পরীক্ষা চালু এবং ফাইনাল পরীক্ষার খাতা চ্যালেঞ্জের সুযোগ নিশ্চিত করতে হবে, জাহাঙ্গীরনগর চিকিৎসা কেন্দ্রকে পূর্ণাঙ্গ হাসপাতালে রূপান্তরিত করতে হবে, বিভাগ উন্নয়ন ফি সহ সকল প্রকার অবৈধ ফি বাতিল করতে হবে, দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করতে হবে, সাংস্কৃতিক-সামাজিক পরিমন্ডলের জন্য বাজেট বৃদ্ধি করতে হবে, ডাইনিংয়ে পর্যাপ্ত ভর্তুকির ব্যবস্থা করতে হবে এবং ডাইনিং কর্মচারীদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিতে হবে, উইকেন্ড এবং ইভেনিং কোর্সের নামে শিক্ষার বানিজ্যিকীকরণ বন্ধ করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রেস চালু করতে হবে।
এ সময় 'জাহাঙ্গীরনগর সংস্কার আন্দোলন' এর আহ্বায়ক ইয়াহিয়া জিসান বলেন, গণবান্ধব বাংলাদেশ বিনির্মাণে জাবির নতুন প্রশাসনকে সহায়তা এবং বিশ্ববিদ্যালয়ের পুনর্গঠন ও মানোন্নয়নের লক্ষ্যে শিক্ষার্থীদের পক্ষে আমরা এ দাবিগুলো তুলেছি। জুলাইয়ের বিপ্লবের স্পিরিটকে ভিত্তি করে ছাত্র-জনতা ও বাংলাদেশের কল্যাণে এই ৩৬ দফা বাস্তবায়ন জরুরি।