ভারতে বিশ্বনবী মুহাম্মদ (সা.) কে নিয়ে কটাক্ষ করার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

ইবি
  © টিবিএম

ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক রাসূল (সা.) এর নামে জঘন্য কটুক্তি এবং বিজেপির সাংসদ নিতেশ নারায়ণ রানে কর্তৃক তাকে সমর্থন করার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাধারণ শিক্ষার্থীরা। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বাদ জুম’য়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ শুরু করেন তারা।

বিক্ষোভটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ক্যাম্পাস সংলগ্ন বাজার হয়ে পুনরায় কেন্দ্রীয় মসজিদে মিলিত হয়। এসময় ‘বিশ্বনবীর অপমান সইবে নারে মুসলমান’, ‘বিশ্বের মুসলিম এক হও লড়াই করো’, ‘মোদির দুইগালে জুতা মারো তালে তালে’, ‘বিজেপির দুই গালে জুতা মারো তালে তালে’, ‘রামগিরির দুই গালে জুতা মারো তালে তালে’, নিতেশ নারায়ণের দুই গালে জুতা মারো তালে তালে’ সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। 

বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা বলেন, রাসুল সা. কে নিয়ে কটুক্তি করায় ভারতে পুরোহিত রামগিরি নামক কুলাঙ্গারকে অবিলম্বে বিচারের আওয়াতায় এনে মৃত্যুদণ্ডে দণ্ডিত করতে হবে। নচেৎ মুসলিমরা এমন দুর্বার আন্দোলন গড়ে তুলবে দিল্লির মসনদ ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। আমাদের কলিজার টুকরা নবী মুহাম্মদ সা. কে নিয়ে কটাক্ষের বিচার যদি না করা হয় তাহলে মুসলিমরা তাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই চালিয়ে যাবে।