নদী ভাঙনে ক্ষতিগ্রস্থদের পাশে যবিপ্রবির "উন্নত মম শির" টিম

যবিপ্রবি
  © টিবিএম

যশোরের পালবাড়ি ঘোষপাড়া ভৈরব নদীর তীর সংলগ্ন এলাকা প্রচুর বৃষ্টিপাত এবং নদীতে পানি বৃদ্ধি পাওয়ার দরুন নদী ভাঙন এর কবলে পড়েছে। এই পর্যন্ত ১০-১২টি পরিবার তাদের আবাসন নদীর গর্ভে হারিয়েছেন।

ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা যায়, গত কয়েক বছর ধরে স্থানীয় চেয়ারম্যান মিলন ওরফে টাক মিলন, আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শাহীন চাকলাদারের তত্ত্বাবধানে অবৈধভাবে নদীর পাড় ঘেঁষে নদী থেকে বালু উত্তোলন করায় নদী তীরের ৪০-৫০ টি পরিবারের বাড়ি হঠাৎ করে ভাঙনের কবলে পড়েছে। কিন্তু এখন অবধি সরকারিভাবে কোনো সহায়তা ও পুনর্বাসন প্রকল্প গ্রহণ করা হয়নি। 

এমতাবস্থায়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উন্নত মম শির টিম ক্ষতিগ্রস্ত পরিবারের সাহায্যে এগিয়ে এসেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে তারা সরাসরি দেখা করে তাদের সমস্যা সমাধানের চেষ্টা করছে বলে তারা জানিয়েছে।

এ ব্যপারে উন্নত মম শির এর সদস্য মাসুম বিল্লা জানান, উন্নত মম শির টিম দেশের মানুষের সেবায় কাজ করে চলছে। ইতিপূর্বে দেশের বন্যাদূর্যোগে আক্রান্ত মানুষের পাশেও দাড়িয়েছে উক্ত টিম। বন্যায় ত্রান এবং পূর্নবাসন এর কাজ এখনো চালিয়ে যাচ্ছে উন্নত মম শির টিম। ঘোষপাড়ার মানুষের পাশে দাঁড়াতে তারা প্রাথমিকভাবে কিছু পরিবারকে আর্থিক সহায়তা হিসেবে পরিবারপ্রতি ৫০০০/- টাকা করে আর্থিক সহযোগীতা প্রদান করছে।