ভারতে মহানবীকে কটূক্তির প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ
- রোহান চিশতী, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি;
- প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০২ PM , আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০২ PM
ভারতীয় পুরোহিত কর্তৃক হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি ও সেই বক্তব্যে বিজেপি নেতার সমর্থনের প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) জুমা নামাজের পর শিক্ষার্থীরা একত্রিত হয়ে এই প্রতিবাদ করে। এসময় শিক্ষার্থীরা জয় বাংলা ভাস্কর্য থেকে মিছিলটি শুরু করে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে দিয়ে জয়ধ্বনি মঞ্চে এসে বক্তব্য রাখেন।
শিক্ষার্থীরা বলেন, বিশ্বনবী হযরত মুহাম্মদ (স.) মানবজাতির জন্য রহমত ও আদর্শ। বিশ্বনবীর উপর আঘাত মানে মুসলমানদের অন্তরে আঘাত করা। ইমানি জায়গা থেকে আমাদের আজকের এই প্রতিবাদ সমাবেশ। রাসুলের শানে যদি কেউ বেয়াদবি করে, তাহলে আমরা মুসলমান হিসেবে কোন ছাড় দিবো না। ভারতের এ পরিস্থিতির জন্য ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধিক্কার জানান। পরবর্তীতে এমন ঘটনা ঘটলে ভরতকে এর কঠিন মূল্য দিতে হবে।
এরপর প্রতিবাদ মিছিলটি নজরুল ভাস্কর্যের সামনে দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রথম ফটক হয়ে জয় বাংলা ভাস্কর্যের নিকট এসে শেষ হয়।
মিছিলে শিক্ষার্থীরা "বিশ্ব নবির অপমান, সইবে নারে মুসলমান", "দুনিয়ার মুসলিম, এক হও এক হও", "হিন্দুত্ববাদের আগ্রাসন, রুখে দাও গুড়িয়ে দাও", "ভারতীয় পণ্য, বয়কট বয়কট", " ভারতের দালালেরা, হুশিয়ার সাবধান", "নারায়ে তাকবীর, আল্লাহু আকবার" ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
এসময় তারা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানোর আহবান করেন। পাশাপাশি ভারতীয় পণ্য বর্জনের জন্য সর্বস্তরের জনগণের প্রতিও আহ্বান জানান।