ভারতে মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তি, ঢাবিতে গাউসিয়া কমিটির মানববন্ধন
- ঢাবি প্রতিনিধি;
- প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৮ PM , আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৮ PM
ভারতে ধর্মগুরু রামগিরি মহারাজ ও বিজেপি নেতার মহানবী হজরত মুহাম্মদ (সা.) কে নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকালে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে গাউসিয়া কমিটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
এসময় মানববন্ধনকারীরা, নবীজীর অপমান সইবে না আর মুসলমান; আওয়ার বিলাভড প্রফেট মুহাম্মদ (সা.)- ইত্যাদি লেখা সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন। মহানবীকে অবমাননাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, "সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মহানবী (সা.) নিয়ে আপত্তিকর মন্তব্য করে ভারতীয় নেতারা পুরো বিশ্বের মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। রাষ্ট্রীয় মদদে নবী অবমাননা বিশ্ব মুসলিমরা কখনোই মেনে নিবে না। আমরা বাংলাদেশ সরকারের মাধ্যমে ভারতের কাছে দাবি জানাই, অনতিবিলম্ব রামগিরি ও বিজেপি নেতা নিতেশ রানকে আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে। অন্যথায় বিশ্বের সমস্ত মুসলিম ভারতের এসব ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড প্রতিরোধে ঐক্যবদ্ধ হবে। সেই সাথে বাংলাদেশ সরকার যেন নবী অবমাননার প্রতিবাদে রাষ্ট্রীয়ভাবে ভারতকে হুশিয়ারি দেয়, সে উদ্যোগ গ্রহণ করতে হবে।”
গাউসিয়া কমিটি ঢাবি শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ সাহাদাত হোসেন বলেন, যে সময়ে বাংলাদেশে আমরা হিন্দুদের বাড়ি-ঘর ও মন্দির পাহারা দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করছি, সেসময়ে রাষ্ট্রীয় মদদে ভারতে মুসলিমদের প্রিয় নবীর শানে বেয়াদবি ও ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর কথা বলা হচ্ছে, মুসলিমদের অধিকার ছিনিয়ে নেওয়ার পাঁয়তারা করছে। এসব বৈষম্যের বিরুদ্ধে বাংলাদেশ সরকার যথাযথ ভাষায় প্রতিবাদ জানাবে সেটাই আমাদের দাবি।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি ঢাবি শাখার সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক, বইসই প্রকাশনীর প্রধান ইমরান হোসেন তুষার, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ প্রমুখ।