আগামীকাল নজরুল বিশ্ববিদ্যালয়ে আসছেন অধ্যাপক সলিমুল্লাহ খান

নজরুল বিশ্ববিদ্যালয়
  © ফাইল ছবি

'জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষায় কেমন বিশ্ববিদ্যালয় চাই?' শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আসছেন বিশিষ্ট লেখক ও চিন্তাবিদ অধ্যাপক সলিমুল্লাহ খান।

রবিবার (২৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে বিকেল ৪ টায় আলোচনা সভাটি অনুষ্ঠিত হবে। সভার প্রধান পৃষ্ঠপোষক হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। জানা যায় সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগেই আয়োজনটি সম্পন্ন হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী জেনাস ভৌমিক বলেন, অধ্যাপক সলিমুল্লাহ খান একজন প্রথিতযশা চিন্তাবিদ ও লেখক। জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষায় কেমন বিশ্ববিদ্যালয় চাই?' শীর্ষক আলোচনা সভায় উনি উপস্থিত থাকবেন এবং কিভাবে আমাদের বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নেয়া যায় সে বিষয়ে কথা বলবেন। সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগেই এই আয়োজন, প্রশাসন আন্তরিকতার সাথে আমাদের সহযোগিতা করছে। আলোচনা সভাটি সবার জন্য উন্মুক্ত থাকবে। যে কেউ চাইলে অনলাইনে রেজিস্ট্রেশন করে সভায় যুক্ত হতে পারবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান বলেন, মূলত শিক্ষার্থীদের উদ্যোগেই এই আয়োজন। আমাদের কাছে কনফারেন্স রুম বরাদ্দের জন্য আবেদন এসেছে এবং আমরা সেটি গ্রহণ করেছি। এ বিষয়ে প্রক্টরিয়াল বডির সাথেও কথা হয়েছে। বহিরাগত কেউ যাতে আয়োজনটিতে ব্যাঘাত সৃষ্টি না করতে পারে সে বিষয়ে প্রক্টরিয়াল বডি সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবে।

উল্লেখ্য, অধ্যাপক সলিমুল্লাহ খান ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ এর একজন শিক্ষক। তিনি একাধারে একজন লেখক, শিক্ষক ও চিন্তাবিদ। তার রচনা ও বক্তৃতায় জাতীয় ও আন্তর্জাতিক সমাজ, রাজনীতি, সংস্কৃতি ও সাহিত্যের বিশ্লেষণ মানুষকে প্রবলভাবে আকৃষ্ট করে। জুলাই গনঅভ্যুত্থানে শিক্ষার্থীদের পাশে থেকে তিনি গণহত্যার প্রতিবাদ জানান।