UCL-এ বাঙালি ক্রিকেট দল ইয়াংস্টার'স ফাইনালে
- নোবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৪, ০৮:০০ AM , আপডেট: ০৮ অক্টোবর ২০২৪, ০৮:০০ AM
-10801.jpg)
আমেরিকার ম্যাসাচুসেট-এ ইউনাইটেড ক্রিকেট লিগে (UCL) বাঙ্গালী কমিউনিটির ক্রিকেট টিম Youngsters ফাইনালে উঠার গৌরব অর্জন করেছে।
৭ অক্টোবর (সোমবার) Youngsters এবং Mustang দুটি দলের মধ্যে এ খেলাটি অনুষ্ঠিত হয়। এতে Youngsters সেমিফাইনালে Mustang কে ৯ রানে হারিয়ে বিজয় ছিনিয়ে আনে।
শুরুতে Youngsters টসে জিতে আগে ব্যাট করে ১৪ অভারে ১৪৯ রান অর্জন করে । পরবর্তীতে ইয়াংস্টার'স এর হয়ে সিয়াম সর্বোচ্চ ৭৬ রান করে। জবাবে Mustang নির্ধারিত অভার খেলে ১৪০ রান সংগ্রহ করে অন্য দিকে ইয়াংস্টার'স এর হয়ে এককভাবে হাবিব নেন ৩ উইকেট।
এসময় খেলায় উপস্থিত ছিলেন ইয়াংস্টারর্স ক্লাবের ফাউন্ডার বেইনের সভাপতি তানভীর মুরাদ এছাড়াও উপস্থিত ছিলেন কো ফাউন্ডার সালাউদ্দিন খান , এমরান বাকি , ক্যাপ্টেন তানজিম ফুয়াদ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য এর আগে youngsters NHCC লীগের শিরোপাও জিতেছিল। আগামী রবিবার বার্লিংটন স্কুল ফিল্ডে ফাইনাল খেলবে ইয়াংস্টার'স।