আন্তঃবর্ষ ফুটবলে হ্যাট্রিক জয়ী স্টালওয়ার্ট-২৫

রাবি
  © টিবিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামিক স্টাডিজ বিভাগের আয়োজনে আন্তঃবর্ষ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। এতে তৃতীয়বারের মত চাম্পিয়ন হয়েছে বিভাগের ২৫ তম ব্যাচ স্টালওয়ার্ট।

বুধবার (৯ অক্টোবর) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে ভেসপার-২৭ (দ্বিতীয়বর্ষ) কে ২-০ গোলে হারিয়ে জয় ছিনিয়ে নেয় তারা।

এর আগে গত ৪ অক্টোবর থেকে গ্রুপ পর্বের খেলায় বিভাগের প্রথম বর্ষ থেকে মাস্টার্স পর্যন্ত মোট ছয়টি দল অংশ নেয়। এ পর্বে ফাইনাল খেলা নিশ্চিত করে চতুর্থ ও দ্বিতীয় বর্ষ।
 
জমকালো আয়োজনের মধ্য দিয়ে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসেন। সভাপতিত্ব করেন ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহা. আশারাফ- উজ-জামান, ড. রফিকুল ইসলাম, ড. শহিদুল্লাহ সহ বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

খোঁজ নিয়ে জানা যায়, খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন চতুর্থ বর্ষের আসলাম, বুরহান, মাস্টার্সের মুনতাসির তামজিদ। খেলা শেষে বিজয়ীদের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়। এবার টুর্নামেন্ট সেরা নির্বাচিত হয়েছেন চাম্পিয়ন দলের জাহিদ। সেরা গোলরক্ষক বোরহানউদ্দিন জিহাদি ও সেরা উদীয়মান খেলোয়াড়ের স্বীকৃতি লাভ করে প্রথম বর্ষের জাহিদ ও দ্বিতীয় বর্ষের শামিম। ম্যান অব দ্যা ম্যাচ জুবায়ের আহমেদ।

এছাড়াও খেলোয়াড়দের মধ্যে মেডেল ও ক্রেস্ট বিতরণ করা হয়।
 
চ্যাম্পিয়ন দলের অধিনায়ক আসলাম হুসাইন উপস্থিত শিক্ষক ও দর্শকদের ধন্যবাদ জানিয়ে বলেন, চ্যাম্পিয়ন ট্রফি আমাদের প্রয়াত বন্ধু আসাদুজ্জামান সিহাবের জন্য উৎসর্গ করলাম। এই খেলার মাধ্যমে সিনিয়র ও জুনিয়রদের মাঝে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠে। আমরা চাই এভাবে খেলাধুলার ধরাবাহিকতা বজায় থাকুক।