নজরুল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হলেন চবি অধ্যাপক জয়নুল আবেদীন
- রোহান চিশতী, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি;
- প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৪, ০৭:২১ PM , আপডেট: ১৭ অক্টোবর ২০২৪, ০৭:২১ PM

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আগামী ৪ বছরের জন্য ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আইন ২০০৬ এর ১২(১) ধারা অনুযায়ী এ নিয়োগ প্রদান করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা হতে প্রজ্ঞাপন জারি করা হয়।
নিয়োগের বলা হয়, ট্রেজারার পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি পাবেন এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। তিনি সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। এছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত ও ভাইস-চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
এর আগে, সরকার পতনের পর শিক্ষার্থীদের তোপের মুখে ১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার অধ্যাপক ড. আতাউর রহমান পদত্যাগ করেন।