হামাস প্রধান নিহতের প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৪, ০৯:১৩ AM , আপডেট: ১৯ অক্টোবর ২০২৪, ০৯:১৩ AM
দখলদার ইসরাইলের সন্ত্রাসী হামলায় হামাস প্রধান ইয়াহিয়া সিনাওয়ার নিহতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও গায়েবানা জানাজা নামাজ আদায় করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
শুক্রবার (১৮ অক্টোবর) রাত দশটায় বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
এসময় শিক্ষার্থীরা ‘ফ্রম দা রিভার টু দা সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি; ইজরাইল নিপাত যাক, প্যালেস্টাইন মুক্তি পাক; ফ্রি ফ্রি প্যালেস্টাইন; ফিলিস্তিনের স্মরণে ভয় করি না মরনে ইত্যাদি স্লোগান দেন।
গায়েবানা জানাজা শেষে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে গিয়ে শেষ করেন।
এসময় শিক্ষার্থীরা বলেন, দখলদার ইসরাইল হামাস প্রধানের ওপর নৃশংস হত্যাকান্ড চালিয়েছে। ইসরাইল দীর্ঘ সময় ধরে নিরীহ ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালাচ্ছে। আমরা এই দখলদার সন্ত্রাসী ইসরাইলের ধ্বংস কামনা করছি। বিশ্ব নেতাদের কাছে আহ্বান জানাচ্ছি ইসরাইলের সন্ত্রাসী হামলা বন্ধ করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য।