ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধের দাবিতে যবিপ্রবির সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

যবিপ্রবি
  © টিবিএম

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ আজ দুপুর ১টার সময় ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে লেজুড়বৃত্তিক রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করে। তারা প্রধান ফটক থেকে মিছিল নিয়ে প্রসাশনিক ভবন এর সামনে মানববন্ধন করে। এসময় তারা ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ এর ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভিসি মহাদয় এবং প্রসাশনিক কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন। তারা বলেন ২০২২ সাল থেকে এই বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হলেও ২০২৩ সালে ছাত্রলীগের কমিটি ঘোষণা করে ক্যাম্পাসে নোংরা রাজনীতির প্রচলন করা হয়। ছাত্রলীগ ক্যাম্পাসে নানা অনিয়ম তৈরি, শিক্ষার্থী নির্যাতন, হল ডাকাতি সহ অনেক শিক্ষার্থীকে রাতভর নির্যাতন করেছে। যার বিচার শিক্ষার্থীরা এখনো পায়নি।

সাধারণ শিক্ষার্থীরা খুলনা বিশ্ববিদ্যালয়ের তুলনা করে বলেন, তারা খুলনা বিশ্ববিদ্যালয়ের মতো রাজনীতি মুক্ত ক্যাম্পাস চান। লেজুড়বৃত্তিক রাজনীতি মুক্ত করে তারা ক্যাম্পাসে দ্রুত ছাত্রসংসদ নির্বাচন করতে পারেন সেই পদক্ষেপ গ্রহন করার জন্য ভিসি মহোদয় কে আহ্বান জানান।

ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীরা যেন লেজুড়বৃত্তিক রাজনীতিতে জড়িয়ে না পড়ে এইজন্য মানববন্ধন শেষে উপস্থিত শিক্ষার্থীরা শপথ বাক্য পাঠ করেন।

এর আগে গত ১৭-১০-২৪ তারিখ কেন্দ্রীয় ছাত্রদল এর পক্ষ থেকে শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করার লক্ষ্যে একটি কমিটির ঘোষণা দেয়। এবং সেখানে যে প্রতিষ্ঠান গুলো রয়েছে তার মধ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অন্যতম।