যবিপ্রবির
রাস্তা সংস্কার, দর্পণ স্থাপন ও আলোক স্বল্পতা সমাধানের দাবি জানিয়েছে ‘উন্নত মম শির’
- যবিপ্রবি প্রতিনিধি:
- প্রকাশ: ২০ অক্টোবর ২০২৪, ০৭:৪৩ PM , আপডেট: ২০ অক্টোবর ২০২৪, ০৭:৪৩ PM

উদ্দ্যমে গড়ি উন্নতির বিশ্ব, মানবতায় অটুট থাকুক মম শির, মূলমন্ত্র নিয়ে প্রতিষ্ঠিত হওয়া যবিপ্রবির সামাজিক সংগঠন "উন্নত মম শির" বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তীরণ রাস্তা সংস্কার, পর্যাপ্ত আলোর ব্যবস্থা ও ত্রিমুখী সড়কে দর্পণ স্থাপনসহ ক্যাম্পাসের অভ্যন্তরে নিরাপত্তা ত্রুটিগুলো সমাধানের দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করেছে।
গতকাল শনিবার (১৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও প্রকৌশল দপ্তরে লিখিত পত্রে এ দাবি জানান উন্নত মম শিরের প্রতিনিধি দল।
এবিষয়ে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের শিক্ষার্থী ও সংগঠনটির সদস্য সচিব জালিস মাহমুদ বলেন, ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ পথগুলোতে আমরা বহুদিন যাবৎ আলোকস্বল্পতায় চলাফেরা করছি। পথে বিভিন্ন সময় সাপ, বিচ্ছু ইত্যাদি কর্তৃক ক্ষতির আশঙ্কা রয়েছে, এমনকি পথগুলোর বিভিন্ন অংশ ভঙ্গুর অবস্থায় রয়েছে যাতে পা আটকে বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনা থাকে। তাছাড়া, কেন্দ্রীয় মসজিদ-শেখ হাসিনা হল-লাইব্রেরি ভবন কেন্দ্রীক তিন রাস্তার মোড়ে ৯০° কোণে রাস্তার বাঁক থাকায় বড় ধরনের দূর্ঘটনা হতে পারে। তাই আমরা ‘উন্নত মম শির’ উপরোক্ত নিরাপত্তা ত্রুটিগুলো সমাধানের জন্য স্থানগুলোর ছবি প্রিন্ট করে সংশ্লিষ্ট প্রক্টর অফিস ও ইঞ্জিনিয়ারিং দপ্তরে দুটি আবেদন করেছি। আমরা উক্ত গুরুত্বপূর্ণ পথসমূহে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা, তিন রাস্তা মোড়ের দুর্ঘটনা রোধে দর্পণ (Mirror) স্থাপন ও দ্রুত সময়ে রাস্তাগুলোর যথাযথ সংস্কারের জোর দাবি জানাচ্ছি।
এবিষয়ে বিশ্ববিদ্যালয়টির প্রকৌশল দপ্তরের ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার বলেন, গতকাল একটি লিখিত আবেদন পেয়েছি। এ বিষয়ে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারকে এবং সিভিল ইঞ্জিনিয়ারকেও নির্দেশনা দেওয়া হয়েছে। খুব দ্রুত সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে।
যবিপ্রবির প্রক্টর মো: আমজাদ হোসেন ড. ইঞ্জ. এ বিষয়ে বলেন, উন্নত মম শির নামক সংগঠন থেকে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তীরণ নিরাপত্তা ত্রুটি সমাধানের দাবির লিখিত আবেদন আমি পেয়েছি। এরপরই আমি রেজিস্ট্রার দপ্তরে চিঠি দিয়েছি এবং উপাচার্য স্যারের সাথে এবিষয়ে মৌখিকভাবেও কথা বলেছি। আশা করি দ্রুত সময়ের মধ্যে সমস্যা গুলো সমাধান করে শিক্ষার্থীদের নিরাপত্তা পূর্ণভাবে নিশ্চিত করা হবে।