জবিতে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত

জবি
  © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) গুচ্ছ ভর্তি পরীক্ষার বদলে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পরীক্ষার আয়োজন শুরু করার লক্ষ্যে উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিমকে আহ্বায়ক এবং রেজিস্ট্রারকে সদস্য সচিব করে ১১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ গিয়াস উদ্দিন। রেজিস্ট্রার জানান, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে পূর্বের মতোই জবি নিজস্ব পদ্ধতিতে স্নাতক ভর্তি পরীক্ষা আয়োজন করবে। এই উদ্দেশ্যে একটি কমিটি গঠন করা হয়েছে, যা খুব শিগগিরই পরীক্ষার কার্যক্রম শুরু করবে।

উপাচার্য রেজাউল করিম বলেন, ‘এখন থেকে আমরা আমাদের পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিবো। এ জন্য ইতোমধ্যে কমিটিও গঠন করা হয়েছে। নিয়মনীতিও ফরম করা হয়েছে। ’উপাচার্য আরও বলেন, ‘জগন্নাথ বিগত বছরে গুচ্ছে ছিল। এ বছর গুচ্ছ পরীক্ষা কবে হবে জানি না। আমরা আমাদের নিজস্ব ভর্তি প্রক্রিয়া শুরু করে দিয়েছি।’

একাধিক একাডেমিক কাউন্সিল সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে, জবির শিক্ষকরা গুচ্ছ পদ্ধতি থেকে সরে এসে নিজেদের নিয়মে ভর্তি পরীক্ষা নেওয়ার পক্ষে ছিলেন। তাদের এই দাবির পরিপ্রেক্ষিতে সদস্যদের সম্মতিতে স্বতন্ত্র ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে এবং কমিটি গঠন করা হয়েছে।