যবিপ্রবির প্রসাশনের ইঞ্জিনিয়ারিং দপ্তর এবং পিএনডি দপ্তর কে ২৪ ঘন্টার আল্টিমেটাম

যবিপ্রবি
  © টিবিএম

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উন্নত মম শির টিম ক্যাম্পাস সংস্কার, দূর্নীতি নির্মূল এবং সাধারণত শিক্ষার্থীদের যে কোন সমস্যা সমাধানে অগ্রনী ভূমিকা পালন করে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়টির একাডেমিক ভবন, হল সহ বিভিন্ন বিল্ডিংয়ের লিফটে অনেকদিন ধরেই সমস্যা চলে আসছে। এটার মূল কারণ দূর্নীতি এবং কর্মকর্তাদের অপতৎপরতা। যার কারনে বিশ্ববিদ্যালয়ে পরিপূর্ণ আবাসিক ঘোষণা করা হলেও মুন্সি মেহেরুল্লাহ হল ও  বীর প্রতীক তারামন বিবি হলের প্রায় ১০০০ জন শিক্ষার্থী ক্যাম্পাসের বাইরে অবস্থান করছে।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসন  এই মাসের প্রথমেই ঘোষণা করেছিল সবাইকে হলে সিট দেওয়া হবে। এই কারণে সবাই তাদের মেস বাসা ছেড়ে দিয়েছে। কিন্তু শুধু মাত্র হলের লিফট চালু না থাকায় তারা হলে উঠতে পারছে না। তাছাড়া  একাডেমিক ভবনেরও একই দশা। পায়ে হেঁটে তাদেরকে উপরে উঠে  ক্লাস-পরিক্ষায় অংশগ্রহণ করতে হচ্ছে। এখানে শিক্ষকরাও নিরুপায় হয়ে তাদের হাতে জিম্মি আছে। এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের সামাজিক সংগঠন  উন্নত মম শির এর নেতৃত্বে আজ দুপুর  ১:৪৫ এর সময় একটি বিক্ষোভ মিছিল নিয়ে সাধারণ শিক্ষার্থীবৃন্দ ইঞ্জিনিয়ারিং অধিদপ্তর এবং পিএনডি অফিস ঘেরাও করে তাদের কাছে এর জবাবদিহিতা  চায়। কিন্তু  তারা সঠিক জবাব বা দেওয়ায় তাদেরকে আগামীকাল দুপুর পর্যন্ত আল্টিমেটাম দেওয়া হয়। আগামীকালের মধ্যে  যদি তারা এটা সমাধান  না করতে পারি তাহলে এই দুই অধিদপ্তরে তালা লাগানোর ঘোষণা  দিয়েছে সাধারণ  শিক্ষার্থীরা।

এর আগে গত পহেলা অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ২ টি নতুন হল উদ্ভোদন এর মাধ্যমে  চালু করা হয়।উদ্ভোদন এর শুরুর দিন থেকেই তারা হলের লিফট বন্ধ করে দেয়। এব্যপারে হল প্রভোস্ট স্যারের সাথে  যোগাযোগ করলে তিনি জানান ইঞ্জিনিয়ারিং অধিদপ্তর এবং পিএনডি অধিদপ্তরের কাছে বার বার যোগাযোগ করেও তারা এটার কোন সমাধান করতে পারছে না। এমন কি হলের সম্পদ বিবরনীর কাগজপত্রও তারা আটকে রাখছে।