ঢাবিতে আওয়ামী লীগের পক্ষে মিছিল, প্রতিবাদ জানালো শিবির
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৪, ০৬:৪০ PM , আপডেট: ২৩ অক্টোবর ২০২৪, ০৬:৪০ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ১০ থেকে ১২ জনের মতো যুবকের একটি দল ভোরে মধুর ক্যান্টিন থেকে আওয়ামী লীগের পক্ষে মিছিল বের করে। তাদের সবার মুখে ছিলো মাস্ক ও মাথায় ছিলো ক্যাপ। ফাঁকা ক্যাম্পাসে মুখ লুকিয়ে এমন মিছিল বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার জন্য চরম হুমকি উল্লেখ করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির।
বুধবার (২৩ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিগত ১৬ বছর ধরে খুন, জুলুম, নির্যাতন, নিপীড়ন এবং জুলাই গণহত্যার মধ্য দিয়ে ছাত্রলীগ দেশ ও মানবতার চরম শত্রু হিসেবে প্রমাণিত হয়েছে। ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগ সন্ত্রাসীদের হাতে রক্তাক্ত হয়েছে বিশ্ববিদ্যালয়ের অসংখ্য ছাত্র-ছাত্রী। তাই ১৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ক্যাম্পাসকে ছাত্রলীগ মুক্ত করে। ক্যাম্পাসে এই সন্ত্রাসী সংগঠনের বিচ্ছিন্ন মহড়া ছাত্র-জনতার নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ।
এছাড়াও, বিশ্ববিদ্যালয়ে আইন করে ছাত্রলীগকে নিষিদ্ধ করা ও ১৭ জুলাই-কে ‘ক্যাম্পাসে সন্ত্রাস প্রতিরোধ দিবস’ হিসেবে ঘোষণা করার দাবি জানানো হয় বিজ্ঞপ্তিতে।