নবীন শিক্ষার্থীদের নিয়ে ৭ নির্দেশনা কুবি প্রশাসনের 

কুবি
  © ফাইল ছবি

নবাগত ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন প্রোগ্রামে র‍্যাগিং ও বুলিং, মাদক বিরোধী ও যৌন হয়রানি প্রতিরোধসহ সাতটি বিষয়ে সচেতনতা প্রদানে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগীয় প্রধান ও সিনিয়র শিক্ষকদের নির্দেশনা দিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তর।

বুধবার (২৩ অক্টোবর) ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ আবদুল্লাহ আল মাহবুবের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখিত নির্দেশসমূহ হলো–র‍্যাগিং ও বুলিং প্রতিরোধ কার্যকর উদ্যোগ গ্রহণ এবং এ সম্পর্কে প্রশাসনের জিরো টলারেন্স নীতি সম্পর্কে অবহিতকরণ, ওরিয়েন্টেশন প্রোগ্রামে স্ব-স্ব বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ এবং নির্ধারিত সিআর (ছাত্র প্রতিনিধি) নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে গঠনমূলক আলোচনা করার উদ্যোগ গ্রহণ, ওরিয়েন্টেশন প্রোগ্রামে শিক্ষার্থীদের মাঝে যোগাযোগের জন্য স্ব-স্ব বিভাগের ছাত্র উপদেষ্টার মোবাইল নম্বর প্রদান, নবাগত শিক্ষার্থীদের ক্যাম্পাসে অবস্থান এবং ওরিয়েন্টেশন প্রোগ্রাম শেষে নিরাপদে প্রস্থানের বিষয়ে স্ব-স্ব বিভাগের শিক্ষকবৃন্দের সক্রিয় ভূমিকা পালনের বিষয়ে আলোচনা, নবীন শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী সচেতনতা ও মাদক সেবিদের প্রতি প্রশাসনের জিরো টলারেন্স নীতি সম্পর্কে অবহিতকরণ, নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে "মানসিক স্বাস্থ্য" বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে স্ব-স্ব বিভাগের শিক্ষকবৃন্দ সহযোগিতা করা এবং ওরিয়েন্টেশন প্রোগ্রামে সকল বিভাগে বুকলেট বিতরণ এবং পরীক্ষা সংক্রান্ত নীতিমালা, প্রক্টরিয়াল দিকনির্দেশনা ও যৌন হয়রানি প্রতিরোধ সম্পর্কে শিক্ষার্থীদের মাঝে আলোচনা করা

এই বিষয়ে শিক্ষার্থী পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক ডঃ মোঃ আব্দুল্লাহ আল মাহবুব বলেন, শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন বিষয়ক আলোচনা থেকে আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি যা ইতিমধ্যে প্রতিটি বিভাগকে অবিহিত করা হয়েছে। আমরা র‍্যাগিংয়ের ব্যাপারে জিরো টলারেন্স ঘোষনা করেছি এবং যে মাদক ও যৌন হয়রানি বিষয়ে শিক্ষার্থীদের অবহিত করতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেওয়া হয়েছে।