পবিপ্রবিতে চাকরি পেলেন শহিদ হৃদয় তরুয়ার বোন
- মো: রিয়াজুল ইসলাম, পটুয়াখালী প্রতিনিধি:
- প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৪, ০১:০৪ PM , আপডেট: ২৪ অক্টোবর ২০২৪, ০১:০৪ PM
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হৃদয় তরুয়া'র বোন মিতু তরুয়া পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(পবিপ্রবি) চাকরি পেয়েছেন।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কাজী রফিকুল ইসলাম তাঁর হাতে লাইব্রেরি অ্যাটেনডেন্ট পদের নিয়োগপত্র তুলে দেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক হেমায়েত জাহান উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের প্রধান মোহাম্মদ ইমদাদুল হক প্রিন্স, মিতু তরুয়াকে লাইব্রেরি অ্যাটেনডেন্ট (স্থায়ী) পদের বিপরীতে লাইব্রেরি অ্যাটেনডেন্ট পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।
উপাচার্য কাজী রফিকুল ইসলাম বলেন, শুধু রাস্ট্রের দায়বদ্ধ না ২৪ এ গণঅভ্যুত্থানে নিহত সকল শহিদদের দায়বদ্ধতা থেকেই পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এ উদ্যোগটা হাতে নিয়েছে। যে উদ্যোগ রাস্ট্রেরও নীতি নির্ধারনী পর্যায়ে রয়েছে। এসময় সাংবাদিকদের মাধ্যমে ২৪ এ সকল শহিদ পরিবার ও আহতদের পরিবারের পাশে দাঁড়াতে সমাজের সকলের প্রতি আহবান জানান তিনি ।
কোটা সংস্কার আন্দোলন চলাকালে ১৮ জুলাই চট্টগ্রামের বহদ্দারহাটে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ক্ষমতাসীনদের ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় গুলিবিদ্ধ হন চবির ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী হৃদয় তরুয়া। চার দিন আইসিইউতে থাকার পর গত ২৩ জুলাই (মঙ্গলবার) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। চিকিৎসকেরা জানিয়েছেন, গুলিতে হৃদয়ের ফুসফুস ফুটো হয়ে গিয়েছিল। তিনি বিশ্ববিদ্যালয়টির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন।
হৃদয় তরুয়া পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন। বাবা রতন চন্দ্র তরুয়া একজন দিনমজুর কাঠমিস্ত্রী। মা অর্চনা রানী হার্টের রোগী হয়েও বাসা-বাড়িতে কাজ করেন। এ পটুয়াখালীর সদরে নতুন বাজার এলাকায় ভাড়া থাকে। হৃদয়ের বড় বোন মিতু রানীর বিয়ে হয়েছে।